গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমের দুঃস্থ ছাত্রদের পাশে সুশান্ত স্যার
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার অসহায় ও দুস্থ পরিবারের কয়েকজন ছাত্র থেকে পড়াশুনো করে। তাদের নিজের সন্তানের মতো দেখাগুনো করেন আশ্রমের প্রাণপুরুষ অবসর প্রাপ্ত শিক্ষক শংকর নাথ।
তাঁরই পর্যবেক্ষণে আবাসিক ছাত্ররা পড়ালেখার সাথে সাথে নিয়ম-শৃঙ্খলা, এবং সেই সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে চর্চা করে থাকে নিয়মিত। মাঝে-মধ্যে শিক্ষাদরদি মানুষজন আশ্রমে এসে আবাসিক পড়ুয়াদের পাশে দাঁড়ান।
২১ জুন আশ্রমে আসেন চাঁদপাড়া বানী বিদ্যাবীথি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক সুশান্ত বিশ্বাস। তিনি আশ্রমের সকল পড়ুয়াদের হাতে একটি করে বর্ষাতি (রেইন কোর্ট) তুলে দিয়ে শুভেচ্ছা জানান। বর্ষার মরশুমের শুরুতেই বর্ষাতি পেয়ে অতিশয় খুশি পড়ুয়ারা।
আশ্রমের কর্ণধার শংকর বাবু জানান, বর্ষায় ছাত্রদের স্কুলে যাতায়াতে খুবই সুবিধা হবে। সুশান্ত স্যারকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষাদরদি, দয়াশীল মানুষজন যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে আশ্রমের আবাসিক পড়ুয়াদের সুবিধা হবে, তারা জীবন যুদ্ধে এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেন অবসর প্রাপ্ত শিক্ষক শংকর নাথ।