গাইঘাটার সেকাটি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক মিলন উৎসবে নানা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক: বিগত বছরের মত এবারও গাইঘাটা পূর্বচক্রের সেকাটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাৎসরিক মিলন উৎসব।
গত ২৪ ডিসেম্বর বিদ্যালয় অঙ্গনের সুসজ্জিত মঞ্চে অনুষ্ঠিত উৎসবে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, কর্মাধ্যক্ষ সমীর হালদার, অঞ্জনা বৈদ্য স্থানীয় ডুমা গ্রাম পঞ্চায়েত প্রধান ছন্দা সরকার, শিক্ষানুরাগী যাদব মন্ডল, প্রশান্ত দাস সহ আরো অনেকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলা মন্ডল সকলকে স্বাগত জানান। শিক্ষক-শিক্ষিকা’গণ সকলকে পুষ্পস্তবকে বরণ করে নেন।বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বিদ্যালয়ের পড়ুয়াগণের অন্তর্নিহিত সুপ্ত গুণাবলী বিকাশ সাধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা’গণের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সুসজ্জিত মঞ্চে ছাত্র-ছাত্রী’গণ পরিবেশিত সংগীত আবৃত্তি যোগাসন ও নৃত্যানুষ্ঠান সমবেত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক’গণের মনোরঞ্জন করে।
বিদ্যালয় প্রাঙ্গণে পড়ুয়াগণের ‘শিশুদের রাজ্যে হারিয়েছি আজকে’ শীর্ষক প্রদর্শনীতে কারুকলা, হস্তশিল্প, চিত্রাংকন, মনীষীদের প্রতিকৃতি, পিঠেপুলি, অন্বেষণ, গরুর গাড়ির মডেল ইত্যাদি উপস্থিত সকলের নজর কাড়ে।
মঞ্চ থেকে উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি সহ বিভিন্ন দিকে সেরা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
মিলন উৎসবে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাদরদি মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে আয়োজিত বার্ষিক মিলনোৎসব বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষক চন্দন গাইন ও গোলক ভট্টাচার্যের মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে। মধ্যাহ্নে উৎসবে উপস্থিত সকলের জন্য ছিল আহারের ব্যবস্থা।