আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানখেলার খবর।জেলার খবরবিনোদনসর্ম্বধনা

গাইঘাটার সেকাটি বিবেকানন্দ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হরিণঘাটা ট্রেডার্স অ্যাসোসিয়েশন

নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মতো এবারও গাইঘাটার সেকাটি বিবেকানন্দ ক্লাব এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। গত ৬ সেপ্টেম্বর স্থানীয় সেকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন, গ্যাস বেলুন ওড়ানো, খেলোয়াড় পরিচিতি ও ফুটবল কিক অফ করে আয়োজিত দিবা-রাত্রির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি ও গাইঘাটা থানার ওসি রাখহরি ঘোষ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ডুমা গ্রাম পঞ্চায়েত প্রধান ছন্দা সরকার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাপী দাস, নিরুপম রায়, গাইঘাটা জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সমীরন সানা, সম্পাদক মধুসূদন দাস, ক্রীড়া প্রেমী কালিপদ বিশ্বাস, যাদব মন্ডল পরে আসেন স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার ও সমাজকর্মী প্রবীর রায় প্রমুখ।

ক্লাব সভাপতি বাসুদেব হরি ও সম্পাদক পবন দাস আগত সকলকে স্বাগত জানান। সদস্যগণ সকলকে পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে খেলাধুলা বিশেষ করে ফুটবলের চর্চা ও প্রসারে বিবেকানন্দ ক্লাবের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। গৌতম বিশ্বাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

এই দিনে টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮ টি টিম অংশগ্রহণ করে। অন্যতম সংগঠক সমীর মন্ডল জানান, মধ্যরাতে চূড়ান্ত পর্বের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইতে বেড়াচাঁপা মানজিলাল এম এস টিমকে ২-১ গোলে পরাস্ত করে টুর্নামেন্টের সেরা শিরোপা অর্জন করে হরিণঘাটা ট্রেডার্স অ্যাসোসিয়েশন টিম।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে যথাক্রমে সুদৃশ্য ট্রপি ও নগদ ৩৫ হাজার ও ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন দিকে সেরা খেলোয়াড়গণকেও আকর্ষণীয় উপহারে ভূষিত করা হয়।

অগণিত ফুটবলপ্রেমী দর্শক সাধারনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এবং মনোরম পরিবেশে বিবেকানন্দ ক্লাব আয়োজিত এদিনের ফুটবল টুর্নামেন্ট সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *