গাইঘাটা থানা মার্কেটিং এ সাড়ম্বরে উদযাপিত হলো আন্তর্জাতিক সমবায় বর্ষ
নীরেশ ভৌমিক : গাইঘাটা থানা এগ্রিকালচারাল প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় গত ৩ ডিসেম্বর উদযাপিত হয় আন্তর্জাতিক সমবায় বর্ষ। অনুষ্ঠিত সভায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জেলা সমবায় দফতরের আধিকারিক (D.R.C.S) দেবলীনা হাজরা, গাইঘাটার জয়েন্ট বিডিও ময়ূখ ব্যানার্জী , পঞ্চায়েত সমিতির সভাপতি অজয় দত্ত, ব্লকের সমবায় পরিদর্শক আশিস পাল, ছিলেন জেলা

তথা রাজ্যের সেরা গাইঘাটার মধুসূদন কাটি সমবায় সমিতির চেয়ারম্যান বর্ষীয়ান কালিপদ সরকার ও থানা মার্কেটিং এর সভাপতি সুখেন সরকার প্রমুখ।জেলা সমবায় দফতরের আধিকারিক শ্রীমতি হাজরা তাঁর বক্তব্যে সমবায়ের উদ্দেশ্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশদে ব্যক্ত করেন। অন্যান্য বক্তাগণ ব্লকের সমবায় আন্দোলনকে শক্তিশালী করে তুলতে এবং সেইসঙ্গে গাইঘাটার গর্ব এই থানা মার্কেটিংকে পূর্বের ন্যায় সমৃদ্ধশালী করে তোলার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সমবায় আন্দোলনকে মজবুত করে তুলতে গ্রাম এবং গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন সমবায় পরিচালিত সেলফ হেল্প গ্রুপ গুলিকে শক্তিশালী করে তোলার পরামর্শ দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। এদিনের আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপন অনুষ্ঠানে সমবেত বিভিন্ন সমবায়ের প্রতিনিধিগণের মধ্যে বেশ উৎসাহ আগ্রহ চোখে পড়ে।










