গাইঘাটা ব্লকে অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির
নীরেশ ভৌমিক : গ্রীস্মের দাবদাহের সময়ে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে যখন রক্তের সংকট চলছে, ঠিক সেই সময়ে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে গাইঘাটা ব্লক প্রশাসন।
ব্লকের সৃষ্টি হলে গত ৩০ এপ্রিল মধ্যাহ্নে অনুষ্ঠিত শিবিরে ৬৬ জন কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। ব্লকের বিভিন্ন দফতরের কর্মী ছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মী’গণও স্বেচ্ছায় রক্তদান করেন।
বিডিও নীলাদ্রি সরকার সকলকে স্বাগত জানান।রক্ত দাতাদের শুভেচ্ছা জানাতে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, অঞ্জনা বৈদ্য, অজয় দত্ত,
জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস। সকলেই গ্রীষ্মের রক্তের সংকট ঘোচাতে ব্লক প্রশাসনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।