আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরসর্ম্বধনাস্বাস্থ্য

গাইঘাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন ভবনের উদ্বোধন

নীরেশ ভৌমিক : সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে দেশের অন্যতম স্মল ফিনান্স ব্যাঙ্ক উজ্জীবন। সম্প্রতি ব্যাংকের দোগাছিয়া শাখা স্থানীয় চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কিছু বিভাগের সংস্কার সাধনে উদ্যোগী হন।

এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা ও সংস্কৃতি ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ ও গাইঘাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ সুজয় গাইন।

গাইঘাটা ব্লক প্রশাসন ও স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় উজ্জীবন ব্যাংক কর্তৃপক্ষ সম্প্রতি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ফার্মেসি বিল্ডিং ও ফিমেল ওয়ার্ডের সংস্কার সাধন করেন। বিল্ডিং এর ভেতরে ও বাহিরে রংও করা হয়।

নবরূপে সেজে ওঠা ফার্মেসি বিল্ডিং, ফিমেল ওয়ার্ল্ড এর নতুন করে উদ্বোধন উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি স্বাস্থ্য কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেন ডাঃ সুজন গাইন। এদিন মধ্যাহ্নে হাসপাতালের সভাগৃহে অনুষ্ঠিত সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,

গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাপী দাস, ছিলেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস ও অভিজিৎ বিশ্বাস, সমাজসেবি শ্যামল বিশ্বাস প্রমূখ।

আশাকর্মী সবিতা বিশ্বাসের কন্ঠে দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে সভার সূচনা হয়। স্বাস্থ্যকর্মীসহ উপস্থিত সকলের সামনে ব্যাংকের প্রতিনিধি মৈনাক দাশগুপ্ত, মলয় সাহা, কৌশিক সাহা ও শাখা প্রবন্ধক সৈকত দাশগুপ্ত সাধারণ মানুষজনের স্বার্থে তাদের ব্যাংকের বিভিন্ন জলকল্যাণকর কাজের মাধ্যমে একটি উন্নত জীবন গড়ে তোলার আশা ব্যক্ত করেন।

উপস্থিত ব্লক প্রশাসনের আধিকারিক’গণ উজ্জীবন ব্যাঙ্ক কর্তৃপক্ষের জনসেবা মূলক কাজকর্মকে সাধুবাদ জানান। সভাপতি শ্রীমতি বাগচি ও বিডিও নীলাদ্রি বাবু ফিতে কেটে নবরূপে সেজে ওঠা বিল্ডিং এর উদ্বোধন করেন।

ডাঃ গাইন উপস্থিত বিশিষ্টজনসহ সাংবাদিক’গণকেও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। ফিমেল ওয়ার্ডের প্রসূতি বিভাগের কাজ দেখে সকলে সন্তোষ প্রকাশ করেন।

বিশিষ্টজনেরা ব্যাংক কর্তৃপক্ষের নিকট পুরুষ বিভাগের সংস্কার সাধনেরও দাবি জানান। নবনির্মিত কোভিদ বিল্ডিং ল্যাবরেটরি বিভাগ, বিশ্রাম কক্ষ, ইত্যাদি বিভাগগুলিও সকলকে ঘুরিয়ে দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *