গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রমে ভাইফোঁটা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক: গত ১৫ নভেম্বর ভাতৃ দ্বিতীয়ার দিন ভাইফোঁটার আয়োজন করে গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রমের আবাসিক পড়ুয়ারা। অনাথ অসহায় পরিবারের ছেলেরা এই আশ্রমে থেকে স্থানীয় স্কুলে পড়াশোনা করে।
আশ্রমের পরিচালক অবসরপ্রাপ্ত শিক্ষক শংকর নাথ জানান, তাঁরা আশ্রমের ছাত্রদের নিয়ে নানা অনুষ্ঠান ও কর্মসূচী পালন করে থাকেন। ভাইফোঁটা উপলক্ষে আবাসিক ছাত্ররা নিজেরাই ফোটার দেবার সরঞ্জাম জোগাড় করেন।
আশ্রমের অবৈতনিক শিক্ষিকা দিদিমণি এবং বিবেকানন্দ মনিমেলা সংগঠনের দিদি ও বোনেরা এসে আশ্রমের দাদা ও ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করেন।