গানে গানে কলরব উৎসব মাতালেন রূপঙ্কর ও অদিতি

নীরেশ ভৌমিক : গত ৫ জানুয়ারি সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন সদস্যগণ কর্তৃক উদ্বোধনী সংগীত ও মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় চাঁদপাড়ার উল্লেখযোগ্য কলরব উৎসব ২০২৪।

এই দিন মধ্যাহ্নে আয়োজিত কলরব সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীত বিভিন্ন এলাকা থেকে কয়েকশো প্রতিযোগী অংশ নেয়। এদিনের আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীগণ ৪০ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন।

এদিন সন্ধ্যায় ছিল নুপুর নৃত্যকলা সংস্থা ও কলরব মিউজিকাল গ্রুপের নৃত্যের অনুষ্ঠান। রাতে কলরব প্রযোজিত এবং সংস্থার সম্পাদক গোবিন্দ কুন্ডু নির্দেশিত সকলের ভালোলাগার নাটক ‘অপরিচিতা’ সমবেত দর্শকের উচ্চসিত প্রশংসা লাভ করে।

দ্বিতীয় দিন তবলার লহড়া ও লোকনৃত্যের অনুষ্ঠান শেষে ছিল বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান। সন্ধ্যায় সংস্থার সদস্য’গণ পরিবেশিত উদ্বোধনী সংগীতের পর স্বাগত ভাষণে কলরব

সম্পাদক গোবিন্দ কুন্ডু উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে চাঁদপাড়ায় একটি সাংস্কৃতিক মঞ্চ তৈরীর দাবি জানান স্থানীয় প্রশাসনের নিকট।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইঘাটায় বিডিও নীলাদ্রি সরকার, জয়েন্টে বিডিও কার্তিক রায়, ওসি বলাই ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, সহ-সভাপতি গোবিন্দ দাস, চাঁদপাড়ার প্রধান দীপক দাস প্রমূখ।

আমন্ত্রিত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠানে অদিতি চক্রবর্তী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী রুপঙ্কর বাগচির মনোজ্ঞ সংগীতানুষ্ঠান এবং সমবেত দর্শক শ্রোতাদের প্রশংসা লাভ করে।

অনুষ্ঠান পরিচালনায় কলরবের সদস্যা বিশিষ্ট বাচিক শিল্পী জ্যোতি চক্রবর্তীর মুন্সিয়ানা প্রশংশার দাবি রাখে।











