গুমায় বন্ধন ব্যাঙ্কের লিটারেসি প্রোগ্রামে দারুণ সাড়া
নীরেশ ভৌমিক : সাধারণ মানুষজন বিশেষ করে মহিলাগণকে ব্যাঙ্কের কাজকর্ম সম্পর্কে সচেতন করে তুলতে সচেতনতা শিবিরের আয়োজন করে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গত ১৯ শে মার্চ গুমার ঐক্য সংঘের কক্ষে বন্ধন কোন্নগর এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,
ব্যাঙ্কের এরিয়া ম্যানেজার সঞ্জীব মন্ডল, ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ মন্ডল, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কমল দাস ও পঞ্চায়েত কর্মী অতনু সমাদ্দার প্রমূখ।
এদিনের কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ও ব্যাঙ্কের এরিয়া কো-অর্ডিনেটর সুজন পালের উদ্যোগে আয়োজিত এদিনের বন্ধন লিটারেসি প্রোগ্রামে এডুকেটর সহ ব্যাঙ্কের বেশ কয়েকজন গ্রাহক উপস্থিত ছিলেন।
সাধারণ গ্রাহকদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান, আর্থিক পরিকল্পনা, ডিজিটাল ট্রানজেকশন, ক্রেডিট এক্সেস, অর্থকে ব্যবহার করা, প্রতিদিনের লেনদেন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
এডুকেটার রিংকি দাস ব্যাঙ্কের বিভিন্ন সুযোগ-সুবিধা যা সাধারন মানুষজনের অনেকেই জানেন না তা উপস্থিত সকলের সামনে সুন্দরভাবে তুলে ধরেন।
রেকারিং, ডিপোজিট, মোবাইলের মাধ্যমে লেনদেন, রিচার্জ ইত্যাদি বিষয়গুলি শ্রীমতি দাসের বক্তব্যে উঠে আসে। এডুকেটর ঝুনু কর ব্যাঙ্কের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা, বিভিন্ন তহবিল,বিভিন্ন বীমা, অটল পেনশন যোজনা, সুকন্যা যোজনা ইত্যাদি লাভজনক প্রকল্প এবং
সেই সঙ্গে এটিএম কার্ড ব্যবহার, ফোন পে, গুগল পে, ইলেকট্রিক বিল, গ্যাসের টাকা জমা, এল আই সি পেমেন্ট জমা ইত্যাদি বিষয়েও আলোচনা হয়। টুম্পা দাস ফোন পে ও বিভিন্ন বীমা যোজনা এবং সুকন্যা যোজনার সুফল সম্পর্কে বিস্তারিত জানান পারভীনা খাতুন।
মিতালী শূর সুকন্যা প্রকল্পে ১ লাখ টাকা জমালে ৩ লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়, সে কারণে শ্রীমতি শূর উপস্থিত সকলকে এই প্রকল্পে টাকা জমিয়ে মেয়েদের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান জানান। এরিয়া ম্যানেজার সঞ্জীব বাবু উপস্থিত সকলকে সঞ্চয়ের উপর জোর দিতে বলেন।
বন্ধন ব্যাঙ্কে মাইক্রো ফাইনান্স প্রকল্পে ৫ টাকা অবধি জমা দেওয়া হয় বলে জানান। জিরো ব্যালেন্সে ও ডেবিট কার্ড দেওয়া হচ্ছে। তবে প্রতারক হতে সাবধান থাকতে হবে। ব্যাঙ্ক সংক্রান্ত কোন তথ্য কখনও কাউকে না দেবার পরামর্শ দেন।
মানুষজনকে সচেতন করে তুলতে হবে। ভারতবর্ষে এখনও ৩০ শতাংশ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়নি। একাউন্ট করিয়ে এদের নিকট ব্যাঙ্কের সুফল পৌঁছে দিতে হবে। শ্রী মণ্ডল ব্যাঙ্কের যে কোন বিষয় সম্পর্কে বিশদে জানতে সকলকে ব্যাঙ্কে আসার আহ্বান জানান।
এদিন ৩ মাসের প্রশিক্ষণে অংশগ্রহণকারী গণের হাতে শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। দায়িত্বশীল ব্যাঙ্ক কর্মী সুজন বাবুর উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এদিনের বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম প্রশিক্ষনার্থী ও গ্রাহকগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সার্থকতা লাভ করে।