গোবরডাঙায় মুকুলিকা গানের স্কুলে আর সাড়ম্বরে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
নীরেশ ভৌমিক: সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছরের মত 2024 সালেও মুকুলিকা গানের স্কুল ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের নিয়ে নিজস্ব মহলাকক্ষে উদযাপন করল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন শিক্ষক সমাজসেবী শ্রী অরিন্দম দে। ভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে সঞ্চালনার মাঝে মাঝে তিনি তার বক্তব্য রাখছিলেন।
মুকুলিকা গানের স্কুলের সদস্য সদস্য়া ছাত্র-ছাত্রীদের মধ্যে শ্রুতি, আকৃতি,তিয়াসা, সৌবর্ণা , সৌমিতা,মৌসুমী সাহা সংগীত পরিবেশন করে এবং উপস্থিত অভিভাবকদের মধ্যে শ্রীমতি অঞ্জনা দে আবৃত্তি পরিবেশন করেন এবং শ্রীমতি স্মৃতি কণা কর সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে পরিবেশিত হয় অনিমা দাস এর কথা ও সুরে দুই বাংলার মেলবন্ধনের একটি সংগীত ।উপস্থিত ছিলেন সংস্থার সদস্য নিউটন রায়, প্রতিমা হালদার, সভাপতি শ্রী আস্তিক মজুমদার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনেরা। সবশেষে সম্পাদিকা শ্রীমতি অনিমা দাস ভাষা দিবসের তাৎপর্য আলোচনা করেন।