গোবরডাঙা গবেষণা পরিষৎ এ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান
নীরেশ ভৌমিকঃ গোবরডাঙ্গার গবেষণা পরিষদে গত ৬ আগস্ট এক মনোজ্ঞ অনুষ্ঠানে প্রকাশিত হয় প্রবীন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাসের গ্রন্থ বাঁশি। গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন গবেষণা পরিষৎ এর কর্ণধার বিশিষ্ট গবেষক পরিবেশবিদ দীপক কুমার দাঁ।
শিক্ষাবিদ ডঃ সুনীল কুমার বিশ্বাসের পৌরোহিত্যে এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক অপূর্ব সাহা, বিষ্ণু সরকার, ডঃ অরূপ সৈন, ডঃ মৌসুমী ভট্টাচার্য ও বর্ষিয়ান সাংবাদিক সরোজ চক্রবর্তী প্রমুখ। বিশিষ্ট সংগীত শিল্পী প্রবীর হালদারের কণ্ঠে কবিরুর লেখা সংগীতের মধ্য দিয়ে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত ভাষণে গোবরডাঙ্গা গবেষণা পরিষৎ এর সম্পাদক দীপক দাঁ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অধ্যাপিকা মৌসুমী ভট্টাচার্য, সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস প্রণীত বাশি গ্রন্থের বিভিন্ন গল্পগুলির উপর আলোকপাত করে গল্পকারের লেখনীর প্রশংসা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট বাচিকশিল্পী রুমা সাহা ও সাধনা মজুমদারের কবিতা আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে।