গোবরডাঙা নাবিক নাট্যমের এ বছরের প্রযোজনা লাঠি
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, সম্প্রতি গোবরডাঙা নাবিক নাট্যমের এ বছরের প্রযোজনা লাঠি নাটক টি দেখলাম। নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় এর এক অসাধরণ সৃষ্টি এই লাঠি নাটকটি।
যা আজও বর্তমান পরিস্থিতির সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ। উচ্চবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের মধ্যে যে বিস্তর ফারাক তা এই নাটকে বিদ্যমান। নাটকের প্রতিটি চরিত্র বাস্তবতার মোড়কে মিলেমিশে এক অন্য মাত্রা পয়েছে।
সমাজের এই শ্রেণী বিন্যাস কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা গোবরডাঙা নাবিক নাট্যমের এই নাটকে পরিস্কার ভাবে ফুটে উঠেছে। নতুন প্রজন্মের নির্দেশক জীবন অধিকারীর নির্দেশনায় নাটকটি এক অন্য মাত্রা পেয়েছে। বর্তমান সময়ে তার মতো নির্দেশকের জুরি মেলা ভার। তার এই সৃষ্টি বাংলা থিয়েটার জগতে প্রশংসার দাবি রাখে।
নাটকের প্রতিটি চরিত্র জীবন অধিকারীর নির্দেশনায় জীবন্ত হয়ে উঠেছে, হরিপ্রসাদ এবং অন্নদার চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ কুমার সাহা ও শ্রাবণী সাহা, তাদের সাবলীল অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। তাদের মতো বলিষ্ঠ অভিনেতা, অভিনেত্রীর অভিনয় দর্শদের বহু দিন মনে থাকবে।
রতন ও নীলুর ভূমিকায় অভিনয় করেছেন অবিন দত্ত ও সুপর্ণা সাঁধুখা তাদের অভিনয় বেশ বলিষ্ঠ। মিস্টার ঘোষ ও লুসি দত্তের চরিত্রে অভিনয় করেছেন অনিল কুমার মুখার্জি ও আল্পনা সরকার তারা তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন। তাদের অভিনয় কৌশল অবশ্যই প্রশংসার দাবি রাখে।
এই নাটকে আলোর ব্যাবহার ও আবহ সঙ্গীতের ব্যাবহার বেশ দক্ষতার সাথে করা হয়েছে। যার দায়িত্বে ছিলেন আশীষ দাস এবং আস্তিক মজুমদার, মঞ্চসজ্জার ভাবনাও ছিল উল্লেখ্যযোগ্য সে ক্ষেত্রে অবিন দত্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।
সর্বোপরি জীবন অধিকারীর ভাবনা ও নির্দেশনায় এবং নবিক নাট্যমের কলাকুশলীদের অভিনয় দক্ষতায় মোহিত চট্টোপাধ্যায় এর লাঠি নাটকটি যথার্থ সার্থকতা লাভ করেছে। নাবিক নাট্যমের এই প্রয়াস বাংলা থিয়েটার দর্শকমহল অনেক দিন মনে রাখবে।