গোবরডাঙা নাবিক নাট্যমের বিশ্ব পরিবেশ দিবস পালন
নীরেশ ভৌমিক : সম্প্রতি গোবরডাঙা নাবিক নাট্যম পালন করলো বিশ্ব পরিবেশ দিবস। দলের সকল সদস্য ,সদস্যা এবং শিশু কিশোর নাট্য কর্মশালার ছাত্র,ছাত্রীদের নিয়ে তারা পালন করলো এই বিশেষ দিনটি।
বিশ্ব উষ্ণায়নের যুগে প্রকৃতির যে নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে তা রুখতে গাছ লাগানো যে কতটা জরুরি সেই বিষয় আলোচনা করেন দলের কর্ণধার , নাট্য নির্দেশক জীবন অধিকারী, তিনি বলেন তাকে রক্ষা করাটাও একটি গুরুত্বপূর্ন কাজ।
দলের সভাপতি শ্রাবণী সাহা সকলকে ধন্যবাদ জানান এই বৃহৎ কর্মসূচির জন্যে।দলের প্রতিষ্ঠাতা মাননীয় প্রদীপ কুমার সাহা সকলের হাতে বিভিন্ন ধরণের গাছ তুলে দেন ।
শিশু কিশোর নাট্য কর্মশালার নীল,ঐশানি, রুমকি, পাপিয়া, ঋষিতা, বর্ষা, ঋজু, রাজেশ, রনি, ইপ্সিতা, ও আরও অনেকে এই বিশ্ব পরিবেশ দিবসের বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগ দান করে।
সকলে গাছ লাগায় দলের সম্পাদক অনিল কুমার মুখার্জী বলেন আগামী দিনে যাতে এই কর্মসূচি আরও বৃহৎ হয় তিনি সেই চেষ্টাই করবেন। বিশিষ্ট অভিনেতা অবিন দত্ত সামগ্রিক কর্মসূচিকে বাস্তবান করেন মাননীয়া শর্মিষ্ঠা সাধুখাঁ র সহযোগিতায়।