গোবরডাঙা নাবিক নাট্যম উদযাপন করল আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস
নীরেশ ভৌমিক : গত ২১ শে ফেব্রুয়ারি,২০২৪ গোবরডাঙা নাবিক নাট্যম উদযাপন করল আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। নিজস্ব মহলাকক্ষে দলের সকল সদস্য, সদস্যা ও নাট্য কর্মশালার সকল কুশীলব দের নিয়ে পালিত হলো মাতৃভাষা দিবস।
এই বিশেষ দিনটিতে উপস্থিত ছিলেন নাট্যগুরু জীবন অধিকারি, প্রতিষ্ঠিতা সদস্য মাননীয় প্রদীপ কুমার সাহা মহাশয়, সভাপতি শ্রাবণী সাহা, সম্পাদক অনিল কুমার মূখার্জী ।, এছাড়াও উপস্থিত ছিলেন অশোক বিশ্বাস, সুপর্ণা সাধুখা, রাখী বিশ্বাস, সুব্রত কর্মকার। শিশু কিশোর কর্মশালার রুমকি, পাপিয়া, নীল, রনি, ঋজু, রাজেশ,ঋষিতা, ঈপ্সিতা, বর্ষা,ঐষানী, আরও অনেকে ভাষা দিবস এর উপর গান, নাচ, কবিতা পরিবেশন করে।
এরপর দলের অন্যতম সদস্য সৌরজোতি অধিকারি দুটি অসাধারণ গান পরিবেশন করে। বিশিষ্ট শিক্ষিকা পাপিয়া দত্ত একটি আবৃত্তি পাঠ করেন। জীবন অধিকারি তার ভাষণে ভাষা দিবস এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এরপর দলের প্রতিষ্ঠাতা সদস্য মাননীয় প্রদীপ কুমার সাহা মহাশয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সদস্য অবিন দত্ত।