গোবরডাঙা মৃদঙ্গম, ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারতের সর্ববৃহৎ নাট্য উৎসব “ভারত রঙ্গ মহোৎসব”
নীরেশ ভৌমিক : গত ২১ ফেব্রুয়ারী ২০২৪ এ গোবরডাঙা মৃদঙ্গম, ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারতের সর্ববৃহৎ নাট্য উৎসব “ ভারত রঙ্গ মহোৎসব “ এর অধিন ‘ জন ভারত রঙ্গ মহোৎসব” এ অংশগ্রহন করে ও “সোনার পাখী ফিরে এলো” নামে একটি ছোট নাটিকা মঞ্চস্ত করে নবজীবন পল্লী বিবেকানন্দ সংঘ ময়দানে।
নাটিকাটির মুল কথা ছিল ভারতের সংস্কৃতিকে খুজে ভালো করে বোঝা ও মানুষের কাছে তুলে ধরা আর সেটা পারে একমাত্র নাটকের মধ্য দিয়ে, নাটকে লোক শিক্ষা হয় এই কথা গুল আরো বেশি বেশি করে মানুষের কাছে গিয়ে প্রচার করা।
আমরা যাতে ভরতমুনি কে ভুলে না যাই, ভারতের সংস্কৃতির জন্য পূর্ব পুরুষদের অবদান জানো ভুলে না যাই। সর্ব শেষ আমরা জানো নিজেদের মধ্যে হিংসা, মারামারি, লড়াই না করে সবাইমিলে জানো ঐক্যবধ্য হয়ে থাকতে পারি এক পৃথিবী এক পরিবার ভেবে অর্থাৎ “বসুবৈধ কুটুম্ববকম”