গোবরডাঙ্গায় আকাঙ্খার বর্ষব্যাপী জাতীয় নাট্যমেলার উদ্বোধন
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ১৮ই এপ্রিল বাংলা নববর্ষের সূচনায় নাটকের শহর গোবরডাঙ্গার নবীন নাট্যদল আকাঙ্খার উদ্যোগে বর্ষব্যাপী জাতীয় নাট্য মেলার আনুষ্ঠানিক সূচনা হল স্থানীয় খাঁটুরার চক্রবর্তী নাচ ক্রীয়া সংস্থার প্রাঙ্গনে।
এদিন অপরাহ্ন এ মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও বটবৃক্ষের চারাতে জল সিনচনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ নাট্যব্যক্তিত্ব আশীষ দাস, মলয় বিশ্বাস, সোমা মজুমদার, রাজস্থানের
আলোয়ার রং সংস্থার থিয়েটার এর কর্ণধার বিশিষ্ট নাট্যভিনেত্রী মোনালিসা দাস, বিশিষ্ট সাংবাদিক স্বপন দাস, পাঁচু গোপাল হাজরা, সমাজকর্মী সাজাহান মন্ডল, মানবাধিকার কর্মী ইউনিস হোসেন, ডাঃ নূর ইসলাম, ছিলেন গোবরডাঙ্গা থানার ওসি অসীম পাল প্রমুখ। আকাঙ্খার সভাপতি সৌরভ দাস সকলকে স্বাগত জানান।
সংস্থার সদস্যগণ সকল বিশিষ্টজনদের ফুল ও স্বারক উপহারে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে সুস্থসংস্কৃতি ও নাট্যচর্চায় গোবরডাঙ্গার অন্যতম নতুন নাট্য দল আকাঙ্খার প্রয়াসকে সাধুবাদ জানান এবং আকাঙ্খার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
এদিন বিশেষ অতিথি গোবরডাঙ্গার অফিসার ইনচার্জ অসীম পাল ফিতে কেটে সংস্থার নবনির্মিত নাট্য গৃহ উপাসনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংস্থার সম্পাদক দীপাঙ্ক দেবনাথ জানান, আজ ১৮ই এপ্রিল’জাতীয় রং বাহারী উৎসব’ নামে বর্ষব্যাপী জাতীয় নাট্যমেলার সূচনা হল।
আগামী বছরের ৩১শে মার্চ অবধি এই নাট্যমেলা চলবে। বিভিন্ন রাজ্যের নাট্যদল এই উৎসবে অংশ নেবে। ‘এসো হে বৈশাখ এসো -এসো ‘ সংগীতের সাথে ছোট্ট অহনা দেবনাথের নৃত্যানুষ্ঠান, শিশু শিল্পী মোনালিসা বিশ্বাসের কবিতা এবং বিশিষ্ট সংগীত শিল্পী তন্ময় সাহা
ও স্বনামখ্যাতা আবৃত্তিকার রুমা সাহার কণ্ঠে সংগীত ও আবৃতির কোলাজ সমবেত দর্শক ও শ্রোতৃমন্ডলীকে মুগ্ধ করে। সবশেষে খাঁটুরা শিল্পাঞ্জলির সোমা মজুমদার পরিবেশিত রাজস্থানি পুতুলনাচের অনুষ্ঠান সকলের মনোরঞ্জন করে।