জেলার খবরবিনোদন

গোবরডাঙ্গায় অবেক্ষন এর শিশুমেলা ও পিঠেপুলি উৎসব

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার বাবুপাড়া সম্মিলনী ক্লাব মাঠে বিগত বছরের ন্যায় এবারও শিশু মেলা এবং পিঠে পুলি উৎসব এবং সেইসঙ্গে সেরা রাঁধুনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহাসমারোহে। এদিন সকাল থেকেই মেলার আয়োজনে নেমে পড়েন আয়োজক আবেক্ষণ এর সদস্য এবং সেই সঙ্গে দোকানিরাও।

মধ্যাহ্ন থেকেই মেলায় শিশু এবং তাদের অভিভাবক’গণ মেলায় দোকান সাজিয়ে বসেন। বিভিন্ন খাবারের দোকানে বিক্রেতা শিশুরাই। অপরাহ্ণের মেলায় আসেন অবেক্ষন এর অভিভাবক পবিত্র মুখোপাধ্যায়, স্থানীয় গোবরডাঙ্গা থানার অফিসার ইনচার্জ অসীম পাল, বিশিষ্ট কবি পাঁচুগোপাল হাজরা সহ বহু বিশিষ্টজন।

সকলেই আবেক্ষন আয়োজিত এই মেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে উদ্যোক্তাদের সাধুবাদ জানান। সন্ধ্যায় মেলার অন্যতম আকর্ষণ পিঠে-পুলি উৎসবে অংশগ্রহণকারী সেরা তিনজন পিঠেপুলি প্রস্তুতকারীকে সেরা রাধুনীর পুরস্কার প্রদান করা হয়।

অংশগ্রহণকারী অন্যান্য সকলের হাতে শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান উদ্যোক্তারা। অন্যতম কর্ণধার পলাশ মুখোপাধ্যায় জানান, শুধু গোবরডাঙ্গা নয়,

এদিনের মেলায় কলকাতা সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বহু মানুষ মেলায় ক্রেতা বিক্রেতা হিসেবে উপস্থিত ছিলেন। নানা ধরনের খাবার ও অগণিত ক্রেতা ও বিক্রেতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *