উৎসবজেলার খবরবিনোদন

গোবরডাঙ্গায় গুরু পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হল নটরাজ পূজন ও শিল্পী সম্মাননা জ্ঞাপন দিবস

নীরেশ ভৌমিক : আজ সংস্কার ভারতী উত্তর ২৪ পরগনা জেলার পক্ষ থেকে পালন করা হলো গুরু পূর্ণিমা তিথিতে নটরাজ পূজন ও শিল্পী সম্মাননা জ্ঞাপন দিবস গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন নিবেদিতা শিশু তীর্থের হলে।

ভাবসঙ্গীত সহযোগে নৃত্য,শ্রুতি নাটক সত্যকাম,গীতি আলেখ্য, নটরাজ বন্দনা,মুকাভিনয় সহযোগে অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়েছে।আজ সংস্থার পক্ষ থেকে শিল্পী সম্মাননা জ্ঞাপন করা হয় বিশিষ্ট যন্ত্রশিল্পী ও শিক্ষক মাননীয় শ্রী সূর্য জ্যোতি ভট্টাচার্য মহাশয়কে।

মানপত্র, চন্দনতিলক,পুষ্পস্তবক ও উত্তরীয়,মিষ্টি দিয়ে সদস্য রা তাকে বরণ করে নেন।দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন জেলা সভাপতি শ্রীমতি শাশ্বতী নাথ।এইদিন চারফুট উচ্চতার নটরাজ মূর্তি উদ্বোধন করা হয় সহ সভাপতি শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয়ের তত্বাবধানে।

সকলে পুষ্পার্ঘ্য প্রদান করেন নটরাজের পায়ে সাংস্কৃতিক অর্ঘ্যের সাথে সাথে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলার সহ সভাপতি অনিমা দাস মজুমদার। মূকাভিনয় পরিবেশন করে ঠাকুরনগরের পরশ সোস্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *