“গোবরডাঙ্গায় টাউন হলে মঞ্চস্থ হল কথা প্রসঙ্গ নাট্য উৎসব ২০২৩”
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গোবরডাঙ্গার টাউন হলের প্রমথনাথ বসু মঞ্চে সম্প্রতি মঞ্চস্থ হল কথা প্রসঙ্গ নাট্য উৎসব ২০২৩ ।
উক্ত উৎসবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌর পিতা শংকর দত্ত, প্রবীণ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্যামল দত্ত ও প্রদীপ রায়চৌধুরী,নাট্য নির্দেশক আশীষ দাস, বিকাশ বিশ্বাস প্রমুখ।
কথা প্রসঙ্গ নাট্য উৎসবের কর্ণধার বিকাশ বিশ্বাস প্রমূখ। উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক ,উত্তরীয় ও স্মারক প্রদানের মাধ্যমে বরন করে নেওয়া হয়। শংকর দত্ত সহ উপস্থিত অতিথিরা যৌথ ভাবে প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের শুভ সূচনা করেন।
শংকর বাবু বলেন,”গোবরডাঙ্গা নাট্যচর্চার কেন্দ্রের পীঠস্থান।অতীত কাল থেকে রাজ্যের বিভিন্ন নাট্য সংস্থা গোবরডাঙ্গার টাউনহলে নাটক পরিবেশন করেছেন।আজ কথা প্রসঙ্গ নাট্য উৎসব ২০২৩ শুভ সূচনা হলো। নাট্য প্রেমী মানুষেরা নাট্য উৎসবে আসবেন।”
আশিস দাস বলেন,”বর্তমানে নাটকের দর্শক সংখ্যা বাড়াতে হবে,তাহলে নাট্য চর্চার গুরুত্ব পাবে।” কথা প্রসঙ্গ এর কর্ণধার বিকাশবাবু বলেন,”১০ থেকে ১২ মার্চ কথা প্রসঙ্গ নাটক উৎসব-২০২৩ এ রাজ্যের ছটি জেলার নাট্য সংস্থা নাটক পরিবেশন করবে।
তাছাড়া তিন দিনে আন্ত: বিদ্যালয় নাট্যপ্রযোগিতায় দশটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে।বারো মার্চ প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি নাট্য দলকে পুরস্কার দেওয়া হবে।
কথা প্রসঙ্গ প্রযোজিত ও বিকাশ বিশ্বাস নির্দেশিত আলিবাবা চল্লিশ চোর নাটক ১২মার্চ পরিবেশিত হবে।এলাকার বিশিষ্ট চিত্রশিল্পীরা তাদের চিত্র প্রদর্শনী করবেন।”