গোবরডাঙ্গায় ধৈবত এর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ৮ এপ্রিল গোবরডাঙ্গার অন্যতম সংগীত শিক্ষার প্রতিষ্ঠায় ধৈবত আয়োজিত শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান সম্পন্ন হয় গোবরডাঙ্গার পৌরটাউন হলে।
উদ্বোধন করেন পৌরসভার পৌরপ্রধান শংকর দত্ত, ছিলেন গোবরডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দেবাশিষ মন্ডল। উদ্বোধক শ্রী দত্ত তাঁর বক্তব্যে সংস্কৃতির শহর গোবরডাঙ্গায় এধরনের একটি উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন এবং মিউজিক একাডেমীর প্রাণপুরুষ সংগীত গুরু সমীরন বিশ্বাসের উদ্যোগকে সাধুবাদ জানান।
শুরুতে ধৈবত এর নবীন শিক্ষার্থী শিশু শিল্পী উজান তরফদার ও জয়ন্তী ঘোষের গাওয়া রবীন্দ্রসঙ্গীত, নীলাঞ্জনা টিকাদার এর কন্ঠে রাগ সংগীত, ছোট্ট সত্যম বিশ্বাস এর ঠুংরি, শিশু শিল্পী শ্রীময়ী সাহার (ভারত নাট্যম) নৃত্যানুষ্ঠান এবং সুপ্রিয় চৌধুরী সংগীতানুষ্ঠান সমবেত দর্শক মন্ডলীর প্রশংসা লাভ করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত সঙ্গীত শিল্পী পন্ডিত সন্দীপ ভট্টাচার্যের কন্ঠের উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান, সৌমেন ও সায়ন চ্যাটার্জীর তবলার লহড়া, রাজু চক্রবর্তী গিটারের সুর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী চিন্ময় পালের কত্থক নৃত্য ও অশোক চক্রবর্তী বাঁশির সুর এদিনের ধৈবত অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
বিশিষ্ট আবৃত্তিকার নিত্যানন্দ মিস্ত্রির সুচারু পরিচালনায় এবং সঙ্গীতপ্রেমী বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধৈবত মিউজিক একাডেমী আয়োজিত এদিনের উচ্চাঙ্গ সংগীতের অনুষ্ঠান সার্থকতা লাভ করে।