গোবরডাঙ্গায় নকসার আলো ও নাটকের কর্মশালা
নীরেশ ভৌমিক : নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল নকসা ৫ দিনের এক নাট্য কর্মশালার আয়োজন করে। গোবরডাঙ্গার নকসা পরিচালিত সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২০ জন শিক্ষার্থী আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন।
‘থিয়েটারের অসাধারণ পাঠ’ শীর্ষক নাট্য কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন নকসার কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস দাস। কর্মশালায় অংশগ্রহণকারী ছোট-বড় শিক্ষার্থীদের মধ্যে কর্মশালাকে ঘিরে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
কর্মশালার শেষ দিনে কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষনার্থী’গণের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।নকসার প্রাণপুরুষ আশিস দাস এক সাক্ষাৎকার জানালেন, ২৪ ও ২৫ জুন সংস্কৃতি কেন্দ্রেই ‘মঞ্চ আলোর ভাষা’ শীর্ষক আর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা নাট্য জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সুব্রত মজুমদার। গত ২৭ ও ৩০ জুন নকসার আয়োজনে সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘সুজুকি মেথড অফ অ্যাক্টিং’। জাপান থেকে প্রশিক্ষণ নিয়ে আসা সংস্থার অন্যতম প্রশিক্ষক ভূমিসুতা দাস তিন দিনের আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।
নকসার পরিচালক আশিস দাস আরোও জানালেন, আগামী ১৪ই জুলাই সংস্কৃতি কেন্দ্রে রাজধানী দিল্লির যাপন চিত্র প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে ‘মহামায়া’ নাটকটি মঞ্চস্থ হবে।