গোবরডাঙ্গায় নাবিক নাট্যম এর নাট্যমিলন উৎসব অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার সেবা ফার্মার্স সমিতির হলে গত ১ মার্চ মহাসমারোহে অনুষ্ঠিত হয় নাটকের শহর গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী নাট্যদল নাবিক নাট্যম এর বার্ষিক নাট্যমিলন উৎসবের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান।

এদিনের দিনভর অনুষ্ঠানে ছিল নাট্য কর্মশালা, সেমিনার, মূকাভিনয় ও নাট্যানুষ্ঠান। কর্মশালার প্রশিক্ষক ছিলেন নাট্য ব্যক্তিত্ব তপন দাস, বিশিষ্ট মূকাভিনেতা ধীরাজ হাওলাদার ও নাট্য পরিচালক জীবন অধিকারী।

কর্মশালায় প্রস্তুত হয় একটি নাটক।এদিনের অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক অভিক ভট্টাচার্য, নাট্য নির্দেশক রতন চক্রবর্তী, খড়দা থিয়েটার জোনের পরিচালক তপন দাস, মূকাভিনেতা ধীরাজ হাওলাদার।

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও চাঁদপাড়া এক্টর পরিচালক সুভাষ চক্রবর্তীর পরিচালনায় সেমিনারের আলোচনা বেশ ফলপ্রসু হয়ে ওঠে। সেমিনারের বিষয় ছিল অভিনেতা ও দর্শকদের সম্পর্ক।

বক্তাদের আলোচনা সমবেত প্রশিক্ষনার্থী ও শ্রোতৃ মন্ডলীর নিকট বেশ মনোগ্রাহী হয়ে ওঠে। উদ্যোক্তারা এদিন সেবা ফার্মার্স সমিতির সম্পাদক বিশিষ্ট সমাজসেবি গোবিন্দলাল মজুমদারকে ‘নাবিক’ সম্মানে ভূষিত করেন।

শ্রী মজুমদার এর হাতে স্মারক সম্মান তুলে দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান নাবিক নাট্যমের নির্দেশক নাট্যগুরু জীবন অধিকারী। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষনার্থী’গণের হাতে শংসাপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা।

পরিশেষে পরিবেশিত হয় খড়দহ থিয়েটার জনের একক নাটক ‘অর্পণ’, রংতাল থিয়েটার পরিবেশিত মূকাভিনয় ‘চরিত্রহীন’ ও ‘গোপাল ভাঁড়’ সমবেত সকলের মনোরঞ্জন করে।

নানা অনুষ্ঠান এবং বহু নাট্য ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সার্থক হয়ে ওঠে নাবিক নাট্যমের নাট্যমিলন উৎসবের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান।








