গোবরডাঙ্গায় শতকমল উৎসবে নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তা দত্ত বণিক এর উদাত্ত কণ্ঠে গাওয়া সদ্যপ্রয়াত সঙ্গীতজ্ঞ প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’ এর মধ্য দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোবরডাঙ্গার স্টুডিও থিয়েটার হলে মহাসমারোহে শুরু হল শতকমল মূকাভিনয় ও নাট্য উৎসব ২০২৫।

মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত উৎসবের সূচনা করেন গোবরডাঙ্গার পৌর প্রধান শংকর দত্ত।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী নিরঞ্জন বিশ্বাস ও সুরজিৎ দাস,

নাট্য ব্যক্তিত্ব আশিস চ্যাটার্জী, জীবন অধিকারী, স্বনামখ্যাত মূকাভিনেতা ধীরাজ হাওলাদার ও জগদীশ ঘরামী, ছিলেন সংস্কৃতিপ্রেমী শিক্ষক অমল মন্ডল ও নৃত্যশিল্পী মীনাক্ষী বারুই প্রমুখ।

সংস্থার প্রাণপুরুষ শিক্ষক কমল মন্ডল উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। সংস্থার সদস্য’গণ সকলকে পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে শতকমল সংগঠনের প্রয়াসকে সাধুবাদ জানান।

শতকমল আয়োজিত এদিনের অনুষ্ঠানে দেবীকা সরকার, রূপশ্রী সমাদ্দার, শ্রেয়া দাস ও ছোট্ট বর্ণা মন্ডলের মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান, সুপ্রিয়া হালদার ও মিশমি রায় এর কন্ঠে কবিতা আবৃত্তি উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

অনুষ্ঠানে ঠাকুরনগরের পরশ সোশ্যাল এন্ড কালচারাল সোসাইটি, নকপুলের শতকমল মাইম সোসাইটির এবং মছলন্দপুরের ইমন মাইম সেন্টারের শিল্পীদের মূকাভিনয়ের অনুষ্ঠান সমবেত দর্শক মন্ডলীর মনোরঞ্জন করে।

শতকমল মাইম সোসাইটির দেবীকা, পাপিয়া ও শ্রেয়ার মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান শেষে গোবরডাঙ্গার নাবিক নাট্যম পরিবেশিত মঞ্চ সফল নাটক ‘নিহত শতাব্দী’ উপস্থিত দর্শক সাধারনের উচ্চসিত প্রশংসা লাভ করে।

সবকিছু মিলিয়ে নানা অনুষ্ঠান ও বহু সংস্কৃতি প্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শতকমল সাংস্কৃতিক সংস্থার বার্ষিক অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।








