গোবরডাঙ্গায় শতকমল নাট্যোৎসবে নানা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : গত ২৯ মার্চ গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় শতকমল মাইম সোসাইটি আয়োজিত শতকমল নাট্যোৎসব। মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও শিশু শিল্পী ঝর্ণা মন্ডলের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত উৎসবের সূচনা হয়।
সমাজকর্মী নিরঞ্জন বিশ্বাস এর পৌরহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অন্যতম সহকারী বিদ্যালয় পরিদর্শক জয়দেব দাস, বিশিষ্ট শিক্ষক অমল মন্ডল, নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, জীবন অধিকারী, বিশিষ্ট মূকাভিনেতা ধীরাজ হাওলাদার, সমাজকর্মী সুখেন্দু বসু প্রমুখ।
সংস্থার প্রাণপুরুষ কমল মন্ডল উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান। সদস্য’গণ সকলকে পুষ্পস্তবকে বরণ করে নেন। উদ্যোক্তারা উপস্থিত সাংবাদিক’গণকে ও সংবর্ধনা জ্ঞাপন করেন। সংস্থার কর্ণধার কমল মন্ডল স্বয়ং সংস্থার সদস্য সদস্যা’গণকে স্মারক প্রদানে বরণ করে নেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে কমল মন্ডল ও তার সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানান।এদিনের অনুষ্ঠানের শুরুতে মছলন্দপুর ইমন মাইম সেন্টারের মূকাভিনেতা’গণের শিক্ষামূলক মূকাভিনয় ‘একটি গাছ- একটি প্রাণ’ ও ‘ লড়াই’ সমবত দর্শকদের ভূয়সী প্রশংসা লাভ করে।
বিশিষ্ট নৃত্যশিল্পী সৃজা হাওলাদারের পরিচালনায় মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে। এরপর শতকমল মাইম সোসাইটি পরিবেশিত মুকাভিনয় এবং সংস্থার বিশিষ্ট নৃত্যশিল্পী বর্ণা ও সোনালীর নৃত্যের অনুষ্ঠান সকলের ভালো লাগে।
সবশেষে নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল নাবিক নাট্যম পরিবেশিত ও জীবন অধিকারী নির্দেশিত সকলের ভালোলাগার নাটক ‘লাঠি’ উপস্থিত সকলের মনোরঞ্জন করে। নানা অনুষ্ঠানে ও বহু দর্শক সমাগমে শতকমল নাট্যোৎসব বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।