জেলার খবর

গোবরডাঙ্গায় সংস্কার ভারতীর অমৃত তর্পণ ও দীনবন্ধু মিত্র স্মরন অনুষ্ঠান

নীরেশ ভৌমিক: দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূতি উপলক্ষে (অমৃতমহোৎসব) সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে অমৃত অর্পন করে চলেছে। সংগঠনের উত্তর ২৪ পরগণা জেলা শাখা গত ৫ আগস্ট সন্ধ্যায় গোবরডাঙার নিবেদিতা শিশুতীর্থ স্কুলে এক আলোচনা সভার আয়োজন করে।

স্বাধীনতার ৭৫ মহোৎসবের সমাপন সমারোহ উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা এবং পরবর্তী সময়ে দেশ ও জাতি গঠনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বর্ষিয়ান শিক্ষাব্রতী ও সমাজকর্মী গোপাল কুন্ড। শ্রীকুণ্ডু জানান, ভারতবর্ষের সংহতি ও সংস্কৃতি রক্ষায় প্রয়াস চালিয়ে যাচ্ছে, সংস্কার ভারতী। এদিনের আলোচনা সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সংগঠনের জেলা কমিটির সভানেত্রী শাশ্বতী নাথ ও সম্পাদিকা সুপ্রীতি নাথ সুতার।

আলোচনা সভার মাঝে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীকান্ত কুণ্ডু। দ্বিতীয়ার্ধে ‘ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে দীনবন্ধু মিত্রের অবদান’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ রাজেন্দ্র মজুমদার। পরাধীন ভারতে অবিভক্ত বাংলার কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচার অবিচারের বিষয় নিয়ে চীন দেশপ্রেমী দীনবন্ধু মিত্রের লেখা নাটক

‘নীলদর্পণ’ এর উপর আলোকপাত করে মনোজ্ঞ বক্তব্য রাখেন ডঃ মজুমদার। সবশেষে সমবেত কন্ঠে অখন্ড বন্দেমাতরম সংগীতের মধ্য দিয়ে সংস্কার ভারতী আয়োজিত এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিশিষ্ট সাংস্কৃতি কর্মী সুতপা দাস কর্মকারের সঞ্চালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *