গোবরডাঙ্গায় সাড়ম্বরে অনুষ্ঠিত নাবিক নাট্যম এর নাট্যমিলন উৎসব

নীরেশ ভৌমিক : নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল নাবিক নাট্যম আয়োজিত প্রথম পর্যায়ের নাট্যমিলন উৎসব ২০২৫ সাড়ম্বরে অনুষ্ঠিত হল গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি।

এদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পায়ন স্টুডিও থিয়েটার হলের দীপা ব্রহ্ম মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত নাট্যোৎসবের উদ্বোধন করেন গোবরডাঙ্গার পৌর প্রধান শঙ্কর দত্ত।

উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপতি সুভাষ দত্ত, সংস্কৃতি প্রেমী কাউন্সিলার বাসুদেব কুন্ডু, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, ডঃ তাপস দাস ও অভিক ভট্টাচার্য, ছিলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের বিশিষ্ট আধিকারিক (EZCC) অভিজিৎ চ্যাটার্জী।

উদ্যোক্তারা সকলকে স্মারক সম্মানে ভূষিত করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে শিশু নাটকের চর্চা ও প্রসারে নাবিক নাট্যমের অন্যতম কর্ণধার নাট্যগুরু জীবন অধিকারীর প্রয়াসকে সাধুবাদ জানান।উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলকাতার এসো নাটক শিখি নাট্যদল মঞ্চস্থ করে তাদের সার্থক প্রযোজনা ‘খোয়াইশ’।

এরপর নট এ স্টোরি টেলার মঞ্চস্থ করে পুতুল নাটক ‘সুকুর টুকুর গল্প’, এদিনের শেষ নাটক দত্তপুকুর দৃষ্টির ‘লঙ্কা দহন’ পালা সমবেত দর্শক সাধারনের প্রশংসা লাভ করে।

দ্বিতীয় দিনের প্রথম নাটক কলকাতার শুভম নাট্য দলের মজার নাটক ‘লঙ্কা দহন’ পালা। ২৭ জন অভিনেতার অভিনয়ে সমৃদ্ধ নাটকটি সমবেত দর্শকের মনোরঞ্জন করে।

দ্বিতীয় নাটক বসিরহাট কিংশুকের সকলের ভালো লাগার নাটক ‘তারাপদ’ ও শেষ নাটক নাবিক নাট্যম এর শিশু কিশোর বিভাগের নাটক ‘অস্তিত্ব’। নাটকগুলি দর্শকদের প্রশংসা লাভ করে। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নাবিক নাট্যম আয়োজিত প্রথম পর্বের নাট্যোৎসব সার্থক হয়ে ওঠে।








