গোবরডাঙ্গার কথা প্রসঙ্গ নাট্যোৎসবে মঞ্চস্থ হলো ৮ খানি নাটক
নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার পৌর টাউন হলে গত ৭-১০ মার্চ মহাসমারোহে অনুষ্ঠিত হল কথা প্রসঙ্গ নাট্য উৎসব- ২০২৪। ৭ মার্চ সন্ধ্যায় প্রদীপ প্রোজ্জ্বলন করে ৪ দিনব্যাপী আয়োজিত নাট্য উৎসবের সূচনা করেন গোবরডাঙ্গার পৌর প্রধান শঙ্কর দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনের মধ্যে ছিলেন গোবরডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ পিংকি ঘোষ, আশিস চট্টোপাধ্যায় ও অভীক ভট্টাচার্য প্রমূখ।
সকলেই দীর্ঘ ২৪ বৎসর যাবৎ নাট্যচর্চা ও প্রসারে কথা প্রসঙ্গ নাট্যদলের প্রয়াস এর ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। কথাপ্রসঙ্গ আয়োজিত এবারের নাট্যোৎসবে পাপেট থিয়েটার সহ মোট ৮ খানি নাটক মঞ্চস্থ হয়।
৭ মার্চ উদ্বোধনী দিনে বারাসাত কাল্পিক এর মঞ্চ সফল নাটক ‘চোখ নেই’ ও ইছাপুর আলেয়া পরিবেশিত ‘গ্রাস’ দর্শকদের প্রশংসা লাভ করে। দ্বিতীয় দিন কথা প্রসঙ্গ পরিবেশিত ‘আলিবাবা ও চল্লিশ চোর এবং হাবরা নান্দনিক এর নতুন নাটক ‘আবুহোসেন’ সমবেত দর্শক মন্ডলীর মনোরঞ্জন করে।
৯ মার্চ থিয়েটার শাইন পরিবেশিত মজার নাটক ‘ক্রস কানেকশন’ এবং দত্তপুকুর বৃষ্টির সকলের ভালোলাগা নাটক ‘জাঁতা বুড়ির কুয়ো’ উপস্থিত দর্শক সাধারনকে মুগ্ধ করে।
উৎসবের শেষ দিনে সুন্দরবন পাপেট থিয়েটার পরিবেশিত শ্যাডো পাপেট ও আয়োজক সংস্থা কথা প্রসঙ্গ প্রযোজিত সকলের ভালোলাগার নাটক নাচে গানে ও বাজনা জমজমাট ‘মহুয়া সুন্দরী পালা’ হল ভর্তি দর্শকের মনোরঞ্জন করে।
সবকিছু মিলিয়ে গোবরডাঙ্গা কথা প্রসঙ্গ আয়োজিত ২৪ তম বর্ষের নাট্যোৎসব সার্থক হয়ে ওঠে।