অনুষ্ঠানজেলার খবর

গোবরডাঙ্গার গবেষণা পরিষদে প্রকাশিত হলো কবি গৌরাঙ্গ দাসের সপ্তম কাব্যগ্রন্থ ‘স্বদেশ শিরস্ত্রাণ ও আমি’

নীরেশ ভৌমিক : ছোটবেলা থেকেই যিনি কাব্য চর্চা করে চলেছেন হাবড়ার বাসিন্দা সেই বর্ষিয়ান কবি গৌরাঙ্গ দাস প্রণীত ‘স্বদেশ শিরস্ত্রাণ ও আমি’ শীর্ষক কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ হলো গত ২৬ নভেম্বর গোবরডাঙ্গার গবেষণা পরিষদে।

গবেষণা পরিষদের প্রাণপুরুষ শিক্ষক দীপক কুমার দাঁর পুরোহিত্যে অনুষ্ঠিত সভায় কবি গৌরাঙ্গ দাস প্রণীত সপ্তম কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন অধ্যাপক বিভা বসু।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, বিজ্ঞান সেবক ডঃ সুনীল বিশ্বাস, সমাজকর্মী গোবিন্দলাল মজুমদার প্রমুখ।

সকলেই বর্ষিয়ান কবি গৌরাঙ্গ বাবুর কাব্য প্রতিভার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে কাব্য প্রেমী কবিগণ উপস্থিত হন।

বিশিষ্ট কবি পাঁচু গোপাল হাজরা, সুদিন গোলদার, অমিতাভ দাস, টুলু সেন, কল্পনা পাল, ধীরাজ রায় প্রমূখ কবিগণ স্বরচিত কবিতা পাঠে অংশ নেন। বিশিষ্ট কবি ও সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায়ের পরিচালনায় কবি গৌরাঙ্গ দাসের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *