আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উৎসবজেলার খবরনাট্যানুষ্ঠানপ্রতিভার সন্ধানেসাংস্কৃতিক অনুষ্ঠান

গোবরডাঙ্গার পৌর টাউন হলে সারম্বড়ে শুরু হলো নাট্যয়ন নাট্যমেলা ২০২৫

নীরেশ ভৌমিক : গত ৩০ আগস্ট গোবরডাঙ্গার পৌর টাউন হলে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত নাট্যায়ন নাট্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ষিয়ান নাট্য ব্যক্তিত্ব ও রূপান্তর এর নাট্যগুরু শ্যামল দত্ত।

উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা নকসা ও গোবরডাঙ্গা শিল্পায়ন এর কর্ণধার যথাক্রমে বিশিষ্ট নাট্য পরিচালক আশিস দাস ও আশিস চট্টোপাধ্যায়। ছিলেন বিশিষ্ট সাংবাদিক পাঁচুগোপাল হাজরা।

পরে আসেন গোবরডাঙ্গার সংস্কৃতিপ্রেমী পৌরপতি শংকর দত্ত ও সংস্কার ভারতী গোবরডাঙ্গা শাখার সম্পাদক সুপ্রীতি নাথ। নাট্যায়ন এর প্রাণপুরুষ প্রবীণ নাট্য পরিচালক নারায়ণ বিশ্বাস, সংস্থার সদস্যগণ সকল বিশিষ্টজনদের উত্তরীয় ও স্মারক উপহারের বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে নাট্যচর্চা ও প্রসারে নাট্যায়ন নাট্যদলের প্রয়াসকে সাধুবাদ জানান। বিশিষ্ট নাট্যকর্মী অরূপ দাঁ’র সুচারু পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে। নাট্য মেলায় মোট ৭ খানি নাটক মঞ্চস্থ হয়।

এদিন শুরুতেই হুগলি জেলার কোন্নগর আরঞ্জক মঞ্চস্থ করে মঞ্চ সফল নাটক ‘সাইক্লোন’, দ্বিতীয় নাটক খড়দা থিয়েটার জোনের ভিন্নধর্মী নাটক ‘মৃত্যুর মারপ্যাচ’ এবং এদিনের শেষ নাটক কলকাতার নর্থ পঞ্চমুখ প্রযোজিত শিক্ষামূলক নাটক বর্ণ পরিচয়।

শেষ দিনের প্রথম নাটক বসিরহাট স্বপ্ন সৃজনী’র দর্শক প্রশংসিত নাটক ধামাকা হাওয়া, দ্বিতীয় প্রদর্শনে মঞ্চস্থ হয় হাবড়া নাট্যমিলন গোষ্ঠীর দেশাত্মবোধক হিন্দি নাটক ‘রণভূমি’ তৃতীয় নাটক গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা প্রযোজিত শিশুদের মজার নাটক ‘পেনা পালালো’।

সবশেষে পরিবেশিত হয় ব্যারাকপুর শৌপ্তিক সামাজিক নাটক ‘হেমন্তের বসন্ত’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *