গোবরডাঙ্গার রেনেসাঁসে অনুষ্ঠিত জৈব মেলায় মানুষের ঢল
নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার জীব বৈচিত্র্য ব্যবস্থাপনায় সমিতির উদ্যোগে এবং রাজ্য জীববৈচিত্র্য পর্ষদ এর সহযোগিতায় গত ৮ ডিসেম্বর সাড়ম্বরে শুরু হল ১০ তম বার্ষিক জীব বৈচিত্র সুরক্ষা মেলা। এদিন মধ্যাহ্নে স্থানীয় গবেষণা পরিষৎ এর সভাগৃহে আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জীব বৈচিত্র্য পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট বিজ্ঞানী ডঃ হিমাদ্রী শেখর দেবনাথ, রাজ্য পঞ্চায়েত দফতরের স্পেশাল সেক্রেটারি সুক্তি সীতা দেবনাথ, দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু সরকার, বিজ্ঞানী অরুনাভ কবিরাজ, বিজ্ঞান সেবক ডঃ সুনীল বিশ্বাস, সমাজকর্মী কালীপদ সরকার, গোবিন্দলাল মজুমদার প্রমূখ।
গবেষণা পরিষদ এর সম্পাদক দীপক কুমার দাঁ উপস্থিত সকলকে স্বাগত জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে মানবসম্পদ ও জীব বৈচিত্র্য সম্পদ সুরক্ষা এবং সেই সঙ্গে পরিবেশবান্ধব জীবনযাত্রা সুনিশ্চিত করার লক্ষ্যে জল, মাটি, বাতাস সহ সমস্ত প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সঙ্গে ডোবা, পুকুর সহ বিভিন্ন জলাশয় ইত্যাদি, ভরাটের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরেন বিশেষ সচিব সুক্তি সীতা ভট্টাচার্য, জলাশয় ভরাট ও বৃক্ষ নিধনে জীববৈচিত্র্যে মারাত্মক ক্ষতি হয় বলে শ্রীমতী ভট্টাচার্য আরও জানান।
বক্তাগণ কৃষিতে ক্ষতিকারক রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ফসলে জৈব সার ব্যবহার করার আহ্বান জানান। জৈব চাষে খরচও কম হয় বলে জানান। রেনেসাঁস অঙ্গনে ৩ দিন ব্যাপী আয়োজিত মেলায় গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতি, ঝাড়্গ্রাম ডোবরা বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি, ইছাপুরের পাল এপিকালচারাল সেন্টার, বেড়ী গোপালপুর এর রামনগরের কৃষক সংঘ ও মুর্শিদাবাদ এর জৈবিক খাদ্যখানার স্টলে মানুষজনের উপস্থিতি চোখে পড়ে। মেলা কমিটির কর্ণধার দীপক দাঁ বলেন, আজ পৃথিবী বিশ্ব উষ্ণায়নের করাল গ্লাসে নিমজ্জিত।
এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় জৈব জীবনযাত্রায় অভ্যস্ত হওয়া। বৃষ্টির জল সংরক্ষণ, ভেজস ঔষধ সেবন, বন্যপ্রাণী, পাখি, কীটপতঙ্গ রক্ষা করা, প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন, বৃক্ষরোপণ, সবুজায়ন সহ জৈব প্রযুক্তিতে চাষবাসের প্রচলন করার আহ্বান জানান বিশিষ্ট শিক্ষাব্রতী দীপক বাবু। বিভিন্ন জেলা থেকে আগত কৃষিজীবী ও পরিবেশ মানুষজন আলোচনায় অংশ নেন। অপরাহ্ণে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষজনের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণের আলোকজ্জ্বল মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু মানুষের সমাগম ঘটে।