গোবরডাঙ্গার সংস্কৃতি কেন্দ্রে হাবড়া নান্দনিকের সেমিনার ও নাট্যোৎসব

নীরেশ ভৌমিক : আজ ৩১ মার্চ হাবড়া নান্দনিক নাট্যদলের পক্ষ থেকে প্রথম পর্যায়ের নাট্যোৎসব ২০২৪-২৫ এর আয়োজন করা হয়। গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত প্রাক্তন সভাপতি ও দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রেমেশ্বর বারুইয়ের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়।

এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বরুণ কর, আশিস দাস, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে মেহমানদের স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

তারপর অভ্যাগতরা অতীত ও বর্তমানের নাট্যচর্চায় উত্তর ২৪ পরগনার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেন। বরুণ কর বলেন, ‘উত্তর ২৪ পরগনায় ক্রমবর্ধমান ভাবে নাট্যদল বৃদ্ধি হচ্ছে কিন্তু সেই ভাবে নাটকের মান উন্নত হচ্ছে না।

‘ আশীষ দাসের সংযোজন- ‘জেলার নাট্যদল বড় বেশি কলকাতা নির্ভর হয়ে দাঁড়াচ্ছে, এ বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে।’ বুদ্ধদেব ভট্টাচার্য অতীত ও বর্তমান নিয়ে আলোকপাত করেন। মনমুগ্ধকর এই আলোচনায় দর্শকসাধারণ একাত্ম হয়ে বারংবার করতালির মধ্যে দিয়ে তাঁদের উচ্ছ্বাস ব্যক্ত করেন।

এরপর ঠাকুরনগর পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের শিশু শিল্পীদের দ্বারা ‘বোকা বিনয়’ মূকাভিনয় পরিবেশিত হয়। সবশেষে সন্তোষপুর মনন পরিবেশন করে তাদের মঞ্চ সফল নাটক- ‘আজকের দ্রৌপদী’।

নান্দনিকের নির্দেশক দেবব্রত দাস জানান, ‘প্রথম পর্বের পর আমরা আরো ভালো কিছু নাটক নিয়ে পরবর্তী পর্বগুলো শেষ করব এবং সুস্থ সংস্কৃতি রক্ষায় একটি সফল, শ্রেষ্ঠ উৎসব আমরা এলাকাবাসীকে উপহার দেব— এই আশা রাখি।’ বহু নাট্যমোদী দর্শকসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে ।








