গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার আয়োজনে দুদিন ব্যাপী স্কুলভিত্তিক নাট্য কর্মশালা
নীরেশ ভৌমিক : গত ৫ই এবং ৬ই অক্টোবর ২০২৩ গোবরডাঙ্গার খাটুরা প্রীতিলতা শিক্ষা নিকেতন বালিকা বিভাগে দুদিন ব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্য, অভিনেতা এবং পরিচালক দীপাঙ্ক দেবনাথ ও সুজয় পাল। স্কুলের প্রায় ২৫ জন ছাত্রী নিয়ে শুরু হয় প্রশিক্ষণ।
এই দুই দিনের কর্মশালায় পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রীরা অংশ নেয়। কর্মশালায় মূলত শারীরিক ব্যায়াম, অভিনয়, বাচিক এর উপর জোর দেওয়া হয়েছে।
বর্তমানে যেহেতু পাঠক্রমে নাটক পড়ানো হয় সেহেতু কিভাবে এই নাটক মঞ্চস্থ করা হয় সেই বিষয়েও বোঝানো হয় শিক্ষার্থীদের।
মনসংযোগ বৃদ্ধির উপায় চিন্তাশক্তির বিকাশ কিভাবে ঘটানো সম্ভব এইসব বিষয়ের উপর কাজ করানো হয় বলে জানান, দলের পরিচালক দীপাঙ্ক দেবনাথ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিনী ভট্টাচার্য জানান তারা ছাত্রীদের সামাজিক এবং মানসিক উন্নয়নের জন্য পুনরায় নাট্য কর্মশালার ব্যবস্থা করবেন।