উৎসবজেলার খবরবিনোদন

গোবরডাঙ্গা এর স্বপ্নচর এর ভ্রাম্যমান নাট্য উৎসবে দারুন সাড়া

নীরেশ ভৌমিক : গত ২৯ মে সন্ধ্যায় গোবরডাঙ্গার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে প্রদীপ প্রোজ্জ্বলন ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় গোবরডাঙ্গার অন্যতম নাট্য দল স্বপ্নচর আয়োজিত ফেরি থিয়েটার। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর অর্থানাকুল্যে দু’দিন ব্যাপী আয়োজিত নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে

বিশিষ্টজনদের মধ্যে ছিলেন গোবরডাঙ্গার সংস্কৃতিপ্রেমী পৌরপতি শঙ্কর দত্ত, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, নকসা নাট্যদলের পরিচালক আশিস দাস, বিশিষ্ট নাট্যাভিনেতা জীবন অধিকারী প্রমূখ। উদ্যোক্তারা সকলকে উত্তরীয়, স্মারক উপহারে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে নিয়মিত নাট্যচর্চা ও তার প্রসারে গোবরডাঙ্গা স্বপ্নচর ও তার পরিচালক সহঃ সেলিম এর নিরলস প্রয়াসকে স্বাগত জানান। এবং সেই সঙ্গে নাটকের প্রসারে স্বপ্নচর এর ভ্রাম্যমান নাট্য উৎসবের ভাবনা ও প্রয়োগকে সাধুবাদ জানান।

দু’দিনের আয়োজিত নাট্য উৎসবে মোট ৬ খানি নাটক মঞ্চস্থ হয়। শুরুতে গোবরডাঙ্গা মৃদঙ্গম মঞ্চস্থ করে একক নাটক ‘ছায়াকৃত’। দলের প্রাণপুরুষ বরুণ কর এর একক অভিনয়ে সমৃদ্ধ নাটকটি সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।

দ্বিতীয় নাটক বিশিষ্ট নাট্যনির্দেশক জীবন অধিকারীর নির্দেশনায় রবি ঠাকুরের কাহিনী অবলম্বনে নাবিক নাট্যম এর কিশোর-কিশোরী’গণ পরিবেশিত সাম্প্রদায়িক সম্প্রীতি নাটক ‘মুসলমানীর গল্প’,

দ্বিতীয় দিন শুরুতে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ মনোজ ঘোষ নির্দেশিত মর্মস্পর্শী নাটক ‘এবং তাল নবমী’ সমবেত দর্শক মন্ডলীর হৃদয়কে স্পর্শ করে।

এদিন খাঁটুরা শিল্পাঞ্জলি মঞ্চস্থ করে পুতুল নাটক ‘ভারত পথিক’। আয়োজক সংস্থার স্বপ্নচর প্রথম দিন মঞ্চস্থ করে তাদের মঞ্চ সফল নাটক ‘টুনটুনিলো’ এবং দ্বিতীয় দিন শেষে কবিগুরুর কাহিনী অবলম্বনে সাড়া জাগানো নাটক ‘এলারামের ঘড়ি’।

দলের কর্ণধার সহঃ সেলিমের নির্দেশনায় পরিবেশিত নাটক দুটি সমবেত দর্শক মন্ডলীর প্রশংসা লাভ করে। অনুষ্ঠানের ছোট্ট শরণ্যার কন্ঠে কবিতা আবৃত্তি এবং সুব্রত সাধুখাঁর গাওয়া গান উপস্থিত সকলকে মুগ্ধ করে। উদ্যোক্তারা এদিন নাটককে আরোও জনপ্রিয় করে তুলতে এবং নাটককে মোবাইল,

ইউটিউব বা চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষজনের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন সেই নাট্যমোদী উৎপল মুখার্জী, তাপস রাহা ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিককেও বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্বপ্নচর আয়োজিত দু’দিনের ফেরি নাট্যোৎসব সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *