জেলার খবরবিনোদনরাজ্য

গোবরডাঙ্গা চিরন্তনের শিশু দিবস উদযাপন

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গা চিরন্তনের শিশু উৎসব ২০২৩ এবার আমন্ত্রিত ছিল গোবরডাঙ্গা প্রয়াসের অনাথ ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রয়াসের ৩৫ জন অনাথ ছাত্র ছাত্রী এবং চিরন্তনের সদস্য সদস্যা মিলিয়ে প্রায় ৫০ জন শিশু কিশোর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী প্রয়াসের শ্রীবিন্দু দাস মৈনাক ঘোষ চিরন্তনের অজয় দাস এবং সুতপা কর্মকার উল্লিখিত সম্মানীয় ব্যক্তিবর্গের মূল্যবান বক্তব্য শোনার পর সমবেত সংগীত এর মাধ্যমে সাংস্কৃতিক পর্বের

সূচনা করে প্রয়াসের শিশু কিশোর শিল্পীরা। তারপর একে একে প্রয়াস এবং চিরন্তনের শিশু কিশোররা আরো গান নৃত্য এবং মুকাভিনয়ের এক সাংস্কৃতিক আদান-প্রদানের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করে।

সকালে টিফিন করার পর ৩৮ জন ছেলে-মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নিয়ে বিশেষ পুরস্কার দেওয়া হয় বাকি সকলকে সান্তনা পুরস্কার হিসেবে একটি করে কলম এবং জলের বোতল প্রদান করা হয়।

শেষে মধ্যাহ্ন ভোজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে শিশু কিশোররা খুবই আনন্দ পেয়েছে বলে মনে করেন প্রয়াস এবং চিরন্তন দুই সংস্থার কর্মকর্তাগণ। দুই সংস্থার কর্মকর্তাগণ।

চিরন্তনের নিজস্ব অন্তরঙ্গ স্পেসে আর যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক নিরেশ ভৌমিক পাঁচু গোপাল হাজরা মেহেতি সানি দেবাশীষ মন্ডল এছাড়াও যারা ছিলেন দীপক দত্ত চামেলী ঘোষ

সত্যব্রত দাস চিত্রশিল্পী কল্যাণ হালদার বিশিষ্ট তবলাবাদক কালাচাঁদ শীল। সমগ্র অনুষ্ঠানে ঋষিকা ঘোষের গান এবং অদ্রীশ দাসের গৌড়ীয় নৃত্য এবং লক্ষণ বিশ্বাসের নির্দেশনায় চিরন্তনের মূকাভিনয় প্রশংসিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *