গোবরডাঙ্গা চিরন্তন এর রাখি বন্ধন উৎসব ২০২৩
নীরেশ ভৌমিক : প্রতিবারের ন্যায় এবারেও রাখি বন্ধন উৎসব ২০২৩,উদযাপন করল গোবরডাঙ্গার অন্যতম নাট্য দল চিরন্তন। এবার দুদিনের রাখি বন্ধন তিথি হওয়ায় বুধবার গোবরডাঙ্গা দুই নম্বর রেলগেট ব্রহ্ম সমাজ এলাকায় বিকেল চারটে থেকে এই রাখি বন্ধন উৎসব উদযাপন শুরু হয়।
দলের সমস্ত সদস্যরা জাতি ধর্ম নির্বিশেষে পথ চলতি বহু সাধারণ মানুষকে রাখি পরায়। বাহুল্যে নয় ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে রাখি পরিয়ে সঙ্গেএকটি করে চকলেট প্রত্যেককে বিতরণ করা হয়।
দলের সদস্য সদস্যা এবং স্থানীয় মানুষজন প্রত্যেকে এই রাখি বন্ধন উৎসব স্বউৎসাহে উপভোগ করেন বলে জানান, দলের কর্ণধার অজয় দাস।