গোবরডাঙ্গা নকসার ৪৪ তম প্রতিষ্ঠা দিবসে গুণীজন সংবর্ধনা
নীরেশ ভৌমিক : গত ১ মে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল নকসা। এদিন সকালে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে নানা কর্মসূচীর সূচনা হয়।
মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন সংস্থার অতীত ও বর্তমানের সদস্যরা। সংস্থার প্রাণপুরুষ বিশিষ্ট নাট্য পরিচালক আশিস দাস ও অভিনেত্রী দীপান্বিতা বণিক দাস সকলকে স্বাগত জানান।
অপরাহ্ণে সংগীত ও নৃত্যের অনুষ্ঠানে অংশ নেয় সংস্থার সকল সদস্যরা। ছোটদের নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।
সন্ধ্যায় গুরু প্রণাম অনুষ্ঠানে গোবরডাঙ্গা পৌরসভার সংস্কৃতিপ্রেমী পৌরপতি শংকর আঢ্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক পবিত্র কুমার মুখোপাধ্যায়কে উত্তরীয় ও নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে গোবরডাঙ্গার নাট্যচর্চার ইতিহাস তুলে ধরেন এবং সেই সঙ্গে নাট্যচর্চা ও প্রসারে নকসা নাট্য দলের গৌরবময় ইতিহাস তুলে ধরে সুন্দর বক্তব্য রাখেন।
সংস্থার জন্মদিন উপলক্ষে সদস্যরা সকলে মিলে কেক কাটেন এবং উপস্থিত সকলের হাতে কেক তুলে দিয়ে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানান। মধ্যাহ্নে ও রাতে ছিল সকলের জন্য আহারের ব্যবস্থা।
নানা অনুষ্ঠান এবং বহু সংস্কৃতি ও নাট্যপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নকসা আয়োজিত ৪৪ তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান সার্থকতা লাভ করে।