জেলার খবরবিনোদনসর্ম্বধনা

গোবরডাঙ্গা নাট্যায়ন আয়োজিত নাট্যমেলায় মঞ্চস্থ হল ৩ টি নাটক

সমর বিশ্বাস : গত ২৫ আগস্ট গোবরডাঙ্গার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল নাট্যায়ন আয়োজিত নাট্যমেলা ২০২৪। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর অর্থানুকূল্যে আয়োজিত এদিনের বার্ষিক নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন,

বিশিষ্ট নাট্য পরিচালক ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর অন্যতম সদস্য আশিস চ্যাটার্জী, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের বিশিষ্ট সদস্য আসাম প্রদেশের অভিনব থিয়েটার এর পরিচালক দয়াল কৃষ্ণ নাথ, সংস্কার ভারতীর জেলা কমিটির সম্পাদিকা সুপ্রীতি নাথ এবং বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক নীরেেশ চন্দ্র ভৌমিক প্রমূখ।

নাট্যায়ন এর কর্ণধার নারায়ন বিশ্বাস উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংস্থার সদস্য’গণ সকলকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারের বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে নাট্যচর্চা ও প্রসারে নাট্যায়নের প্রয়াসের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।

গোবরডাঙ্গা শিল্পায়ন নাট্যদলের প্রাণপুরুষ আশিস চ্যাটার্জী কর্তৃক মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে সংস্থার ১৫ তম বর্ষের নাট্যমেলার সূচনা হয়। উদ্বোধনী নৃত্য আকাঙ্খিত মিলন পরিবেশন করেন গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার নৃত্যশিল্পী’গণ।

এদিনের নাট্যোৎসবে তিনখানি নাটক মঞ্চস্থ হয়। প্রথম নাটক আয়োজন নাট্যায়ন পরিবেশিত সকলের ভালোলাগার নাটক ‘কোথায় শেষ’। দ্বিতীয় নাটক বাঁশবেড়িয়া মঞ্চদর্পণ পরিবেশিত সামাজিক নাটক ‘চোরেদের লজ্জা হোল’।

এদিনের অনুষ্ঠিত নাট্যমেলার শেষ নাটক দমদম শিল্পাঙ্গন মঞ্চস্থ করে তাদের প্রযোজিত মঞ্চ সফল নাটক ‘গাঙচিল’। নাট্যপ্রেমী বহু দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নাট্যায়ন আয়োজিত গোবরডাঙ্গা নাট্যমেলা ২০২৪ সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *