জেলার খবররাজনৈতিক দলের খবর।

গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন

নীরেশ ভৌমিক : গত ২৩ শে জানুয়ারি ২০২৪ গোবরডাঙ্গা নাবিকনাট্যম পালন করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী ।

নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন দলের সম্পাদক মাননীয় অনিল কুমার মুখার্জি এবং জাতীয় পতাকা উত্তোলন করেন দলের প্রতিষ্ঠাতা মাননীয় সোমনাথ রাহা। উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর সকল কোন সদস্য ও সদস্যরা এবং কুশিলবেরা।

দলের অন্যতম প্রতিষ্ঠাতা মাননীয় প্রদীপ কুমার সাহা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন দর্শন নিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন। দলের সভাপতি মাননীয়া শ্রাবণী সাহার নেতৃত্বে একটি পদযাত্রা হয়, এই পদযাত্রায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা ।

এই উপলক্ষে গোবরডাঙ্গা নাবিকনাট্যমের মহলা কক্ষে দলের সদস্য এবং সদস্যরা সমাবেত সঙ্গীত, কবিতা এবং নাচের অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *