জেলার খবরবিনোদন

গোবরডাঙ্গা মৃদঙ্গমের ১১তম বর্ষ পূর্তি পালন

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, দেখতে দেখতে ১২ বছরে পা দিল। নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাটকের দল গোবরডাঙ্গা মৃদঙ্গম। এ বছর তাঁরা ১১তম বর্ষ পূর্তি জন্মদিন পালন করলো তাঁদের নিজস্ব মহলা কক্ষে ২৮ মে ২০২৩, সন্ধ্যে ৬.৩০ মিনিটে।

শাস্ত্রীয় নৃত্যের মধ্যে দিয়ে। নৃত্য পরিবেশন করে সংস্থার সদস্য সপ্তর্ষী বেরা। এরপর কেক কেটে আনুষ্ঠানিক ভাবে জন্মদিন উদযাপন করা হয় এবং এর সাথে প্রতি বছরের মতো এ বছরও কবি প্রনাম উৎসব পালন করলো । এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গার প্রবীণ সাংবাদিক শ্রী পবিত্র মুখোপাধ্যায় মহাশয়, সাংবাদিক নিরেশ ভৌমিক, পাঁচু গোপাল হাজরা ও স্বপন বিস্বাস মহাশয়।

এছারাও গোবরডাঙ্গা ও গোবরডাঙ্গার বাইরের বিভিন্ন নাট্য সংস্থার সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন যেমন গোবরডাঙ্গা শিল্পাঞ্জলি, গোবরডাঙ্গা নাবিক নাট্যম, খাঁটুড়া চিত্তপট, ঠাকুরনগর অনুরঞ্জন, ঠাকুরনগর পরশ মাইম একাডেমী, হাবড়া নান্দনিক, মসলন্দপুর ইমন মাইম সেন্টার প্রভৃতি।

প্রত্যেকটি সংস্থার পক্ষ থেকে মৃদঙ্গম এর এই জন্মদিনে ও কবি প্রনাম অনুষ্ঠানে কিছু না কিছু ভাবে অংশগ্রহণ করে। গোবরডাঙ্গা শিল্পাঞ্জলির সরন্যা বিস্বাস কথাবলা পুতুল পরিবেশন করে উপস্থিত সকল নাট্যপ্রেমিদের মন জয় করে নেয়। এছারাও সংস্থার নিজস্ব ছেলে মেয়েরা পরিবেশন করে সঙ্গীত, নাটক পাঠ, আবৃতি, নৃত্য ও রবীন্দ্র নজরুল বিষয়ক কিছু আলোচনা।

এই দিনের সন্ধ্যেটা ছিল খুবেই জমজমাট ও মনোরম। সংস্থার কর্ণধার বরুণ কর মহাশয় উপস্থিত সকলের সামনে বিগত ১১ বছরের সংস্থার কর্মকাণ্ড পাঠ করেন এবং আগামী বছরেরও তাঁদের কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখবেন সেই অঙ্গিকারও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *