উৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনা

গোবরডাঙ্গা রূপান্তরের দু’দিন ব্যাপী স্কুল ভিত্তিক নাট্য কর্মশালা হল খাটুরা গার্লস হাই স্কুলে

নীরেশ ভৌমিক : ৩০ শে এবং ৩১ শে আগস্ট ২০২৪, দুদিন ব্যাপী খাটুরা গার্লস হাই স্কুলে এক স্কুলভিত্তিক নাট্য কর্মশালার আয়োজন করা হয়। স্কুল ভিত্তিক এই নাট্য কর্মশালার পরিচালনায় ছিল গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী নাটকের সংস্থা গোবরডাঙ্গা রূপান্তর । খাটুরা গার্লস হাই স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১৩০ জন ছাত্রী নাটকের অ-আ-ক-খ বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করে।

এই কর্মশালায় গোবরডাঙ্গার রূপান্তরের নাট্যগুরু শ্যামল দত্তের স্নেহধন্য নাট্য প্রশিক্ষক প্রতাপ সেন, অভিক দা ,গৌতম দাস, দেব দত্ত কর্মকার, অবন্তিকা হাওলাদার ওই ১৩০ জন ছাত্রীকে নাটকের প্রথম পাট দেবার জন্য সব রকমের নাটকের চিন্তা ,নাটকের ভাবনা সহ ছোট ছোট অনু নাটকের মাধ্যমে শিক্ষা দেবার চেষ্টা করেন।

অনেক উদ্দীপনার সাথে ছাত্রীগণ মহা আনন্দে সেই শিক্ষা গ্রহণ করে। ৩০শে আগস্ট সকাল ১১ টায় উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা এবং রূপান্তর নাট্য সংস্থার সভাপতি শশাঙ্ক শেখর দত্ত মহাশয়ের উপস্থিতিতে শুরু হয় নাট্যকর্মশালা।

নাট্য কর্মশালা শেষ হয় গত ৩১শে আগস্ট’২৪ বিকেল চারটের সময়। দু’দিনব্যাপী কর্মশালায় নাটকের পাঠের মাধ্যমে তারা একটি ছোট্ট নাটক তৈরি করে।

এবং সকল শিক্ষিকাগণ ও বিশিষ্ট জনের সামনে তারা সেই নাটকটি উপস্থাপনা করে এবং শেষান্তে গোবরডাঙ্গা রূপান্তরের পক্ষ থেকে সকল ছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয়। ছাত্রীগণ শংসাপত্র হাতে পেয়ে তারা খুশি হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *