জেলার খবরবিনোদন

গোবরডাঙ্গা রেনেসাঁসে টেলিস্কোপ তৈরীর কর্মশালা

নীরেশ ভৌমিক: জেলা তথা রাজ্যের অন্যতম বিজ্ঞান সংস্থা গোবরডাঙ্গার রেনেসাঁস ইনস্টিটিউট এবারে ৫০ তম বর্ষে পদার্পণ করেছে। সংস্থার সুবর্ণজয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে বছরভর নানা কর্মসূচী পালন করে চলেছে রেনেসাঁস ইনস্টিটিউট।

তারই অঙ্গ হিসেবে গত নয় নভেম্বর টেলিস্কোপ তৈরির এক কর্মশালার আয়োজন করেন উদ্যোক্তারা। সারাদিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় গোবরডাঙ্গা সহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিজ্ঞান মনস্ক ছাত্র-যুবরা অংশগ্রহণ করেন।

টেলিস্কোপ বিশেষজ্ঞ বিজ্ঞান শিক্ষক গোপাল মন্ডলের তত্ত্বাবধানে সংস্থার ৫০ বৎসর উপলক্ষে এদিন হাতে-কলমে ৫০ টি টেলিস্কোপ তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে প্রশিক্ষনার্থী’গণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ শুরু করেন। অপরাহ্ণে সংস্থার সদস্যা জয়িতা বাইনের গাওয়া সংগীতের মধ্য দিয়ে শংসাপত্র প্রদান অনুষ্ঠানের সূচনা হয়।

সংস্থার সভাপতি ডঃ সুনীল বিশ্বাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, প্রধান শিক্ষক অশোক পাল, আশিস চক্রবর্তী, কল্যাণ চন্দ্র দাস, বিশ্বনাথ মুখার্জী, শচী সুন্দর দাস, পার্থ ভট্টাচার্য ও আকাশবাণীর নাট্য বিভাগের রফিউদ্দিন প্রমূখ।

সংস্থার অন্যতম কর্ণধার দীপক কুমার দাঁ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সংস্থার পথ চলার দীর্ঘ ৫০ বছরের ইতিবৃত্ত তুলে ধরে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মধ্যে এদিনের টেলিস্কোপ তৈরির অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন শ্রীজাত মন্ডল, প্রেরণা ভট্টাচার্য, সুপ্রিয় পাল ও ছোট্ট স্কুল ছাত্র ঐশিক ভট্টাচার্য।

দীপক বাবু জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও জ্যোতির্বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে বিশ্বভারতীর জন্য টেলিস্কোপ কিনেছিলেন। সংস্থার সম্পাদক স্বপন চক্রবর্তী জানান, ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে আগামী মাসে এখানে বিজ্ঞান প্রদর্শনী এবং বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *