গোবরডাঙ্গা রেনেসাঁস এ বিজ্ঞান প্রযুক্তি মেলা

নীরেশ ভৌমিক : গত ২০ মার্চ অপরাহ্নে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী রেনেসাঁস ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন গোবরডাঙ্গার পৌর প্রধান শংকর দত্ত।

বিজ্ঞান সেবক ও গোবরডাঙ্গা গবেষণা পরিষৎ এর কর্ণধার দীপক কুমার দাঁ’র পৌরহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন স্থানীয় প্রীতিলতা শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আশিস চক্রবর্তী,

বিশিষ্ট সমাজসেবি কালিপদ সরকার, শিক্ষাব্রতী বিশ্বনাথ মুখার্জী, ছন্দা সরকার ও স্থানীয় কাউন্সিলর রত্না চৌধুরী। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্কুল ছাত্রী সপ্তপর্ণা দত্ত।

প্রতিষ্ঠানের সভাপতি ডঃ সুনীল কুমার বিশ্বাস ও সম্পাদক স্বপন চক্রবর্তী উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সদস্য’গণ সকল বিশিষ্টজনদের উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদানে বরণ করে নেন।

স্বাগত ভাষণে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিজ্ঞান সেবক ডঃ বিশ্বাস রাজ্যের প্রাচীন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কাল থেকে বিজ্ঞান চর্চার ইতিবৃত্ত তুলে ধরেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের ভাষণে বিজ্ঞান চর্চা ও প্রসারে রেনেসাঁসের অবদান তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন এবং সমবেত ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞান চর্চায় রেনেসাঁসের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান।

রেনেসাঁস সংলগ্ন প্রীতিলতা শিক্ষা নিকেতন প্রাঙ্গনে আয়োজিত বিজ্ঞান মেলায় গোবরডাঙ্গা সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক মডেল সহ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

প্রতিদিন মনোজ্ঞ নানা অনুষ্ঠানে রেনেসাঁস আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সার্থক হয়ে ওঠে।








