গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল, “লঞ্চিং অফ মেজর এগ্রিকালচার স্কিমস বাই অনারেবল পিএম অফ ইন্ডিয়া”প্রকল্প

নীরেশ ভৌমিক : আই সি এ আর নিনফেট এর সহযোগিতায় ইছামতি ফার্মার্স প্রোডিউসার কোম্পানির ব্যবস্থাপনায় গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির নিজস্ব সভাগৃহে গাইঘাটা স্বরূপনগর ও হাবরা ওয়ান ব্লকের ১০০ জন কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো লঞ্চিং অফ মেজর এগ্রিকালচার স্কিমস বাই অনারেবল পিএম অফ ইন্ডিয়া ।

গত ১০ই অক্টোবর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই সি এ আর নিনফেটের সম্মানীয় ডাইরেক্টর ডক্টর ডি বি শাক্যবর , টট ডিভিশনের ডিভিশনাল হেড ডঃ এল কে নায়েক, এস সি এস পি নোডাল অফিসার ডঃ সুজয় দাস এবং বৈজ্ঞানিক ডক্টর নিলিমেশ মৃধা ও গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির মাননীয় সম্পাদক গোবিন্দলাল মজুমদার মহাশয়।

অনুষ্ঠানের শুরুতেই সম্পাদক মহাশয় পুষ্পস্তবক দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেন ।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আইসিআর নিনফেটের ডাইরেক্টর মহাশয় তারপর যথাক্রমে ডক্টর নিলিমেশ মৃধা,ডক্টর এল কে নায়েক ।

বক্তারা প্রত্যেকেই ভারত সরকারের যে সমস্ত কৃষক দরদী প্রকল্পগুলো আছে সেগুলি সম্পর্কে কৃষকদের অবহিত করেন এর পাশাপাশি কৃষকরা আই সি এ আর নিনফেট এর মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।

পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী আজকেও যে কিছু বিভিন্ন কৃষি প্রকল্প চালু করবেন তাও কৃষকদেরকে অবহিত করেন ।এরপর ডাইরেক্টর মহোদয় কৃষকদেরকে তার সংস্থার তৈরি পাটের ব্যাগ বিতরণ করেন।

এরপর কৃষকেরা কিভাবে তাদের উৎপাদিত পাটের তন্তু পরীক্ষা করে জানতে পারবেন তা মেশিনের সাহায্যে কৃষকদেরকে দেখানো হয় ।পরীক্ষার পর একটি মেশিন ইছামতিকে দেওয়া হয় ।

এরপর আজকের মূল অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার কৃষকদেরকে দেখানো হয় এবং এই সম্প্রচারের শেষের মধ্যে দিয়েই আজকের অনুষ্ঠানটির সমাপ্তি হয়।










