গ্রাম্য তরুন আবিষ্কারক অভিষেক সরকারের ঝুলিতে সংযোজিত হল এ,আর সক নামের এক নতুন মডেল
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আবারও গ্রাম্য তরুন আবিষ্কারক অভিষেক সরকারের ঝুলিতে সংযোজিত হল এ,আর সক নামের এক নতুন মডেল। ইতিপুর্বেও তার আবিষ্কারক করা মাঝারী পাল্লার “মিশাইল”, “অটোমেটিক ফায়ার সিস্টেম যন্ত্র” ইত্যাদি সাড়া ফেলেছিল এলাকায়।
বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক অজো পাড়া গাঁ আউলডাঙা গ্রামের গরীব দীন মজুর পরিবারের ছেলে অভিষেক সরকারের দাবী তার এই “এ,আর সক্” নামের শক্তিশালী এই নতুন মডেলটি সাড়া ফেলতে বাধ্য। তার বক্তব্য, এটার ওজন অল্প, সহজেই বহন যোগ্য এবং আয়াতনেও ছোট। অথচ এটার শক্তি অপরিসিম।
এই “এ,আর সক্” ২৫০০ ভোল্ট বিদ্যুৎ ত্যাগ করতে সক্ষম। অভিষেক বলেন, সে এটা তৈরি করেছে বিএসএফ, আর্মি সহ মেয়েদের সুরক্ষার কাজে ব্যাবহার করার জন্য। অনেক সময় দেখা যায় কোন দুষ্কৃতিকে বিএসএফ বা আর্মির কাছে ধরা পড়লে পালানোর চেষ্টা করে তখন এটা কাজে লাগানো যেতে পারে।
এই যন্ত্রটা এমন ভাবে নিজের শরীরের মধ্যে রাখা থাকবে, নিজের কিছু হবে না কিন্তু অন্য কাউকে স্পর্শ করলে সে দ্রুত অচেতন হয়ে পড়বে। এই যন্ত্রের আবিস্কারক অভিষেক সরকার ব্যাবহার কারীদের উদ্দেশ্যে জানান, বেশি সময় ধরে এটা কারো শরীরের সাথে স্পর্শ করে রাখলে সে মারাও যেতে পারে।
সব মিলিয়ে সাংসারিক অসচ্ছলতার মধ্যেও বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েতের আউলডাঙা গ্রামের এক গরীব দীন মজুর বাবার ছেলে অভিষেক সরকারের নতুন নতুন আবিস্কারের কার্য্যক্রম অব্যহত রেখেছে। আগামী দিনেও এই গ্রাম্য ছেলের কাছ থেকে আরো নতুন নতুন কিছু সৃষ্টির প্রত্যাশায় রয়েছেন গ্রাম।
অপর দিকে এই গ্রাম্য তরুন আবিস্কারক অভিষেক সরকারের প্রত্যাশা দেশের কল্যানে আগামী দিনে আরো নতুন কিছু আবিষ্কার করা সম্ভব হত যদি সরকারী সহযোগীতা পাওয়া যেত।