জেলার খবরস্বাস্থ্য

চাঁদপাড়ায় আইরিশে বিনা ব্যয়ে ক্যান্সার সচেতনতা শিবির

নীরেশ ভৌমিক : গত ১৪ জানুয়ারি বিনাব্যয়ে এক ক্যান্সার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় চাঁদপাড়া আইরিশ হেল্থ পয়েন্টে। চাঁদপাড়ার নেতাজী সুভাষ হেল্প সেন্টার ট্রেনিং এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এবং কলকাতার নিউটাউনে অবস্থিত ভারত সরকারের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের ব্যবস্থাপনায়

এদিন উপস্থিত শতাধিক রোগীর ক্যান্সার টেস্ট করা হয়। সেই সঙ্গে ছিল অল বডি চেকআপেরও ব্যবস্থা। আইরিশ হেলথ পয়েন্ট এর কর্ণধার অভিজিৎ টিকাদার জানান, এদিন আইরিশ এর বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকগণ বিনা পারিশ্রমিকে সমবেত চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

ক্যান্সার অ্যাওয়ারনেস এন্ড স্ক্রিনিং প্রোগ্রাম উইথ মোমোগ্রাফি ফেমিলেটিংস এর ব্যবস্থাপনায় মহিলাদের জরায়ু ক্যান্সার ও স্তন ক্যান্সার এছাড়া পুরুষ ও মহিলাদের দাঁত, মুখমণ্ডলী বা হেড এন্ড নেক ক্যান্সারের বিষয়েও চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ক্যান্সারের ইনস্টিটিউট এর বিশেষজ্ঞ চিকিৎসকগণ এদিনের শিবিরে আসা মানুষজনকে অবহিত করেন।

এদিনের শিবিরের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবি অভিজিৎ টিকাদার জানান, এদিনের ক্যান্সার সচেতনতার শিবির ও স্ক্রিনিং প্রোগ্রামকে সার্থক করে তুলতে কলকাতার রোটারি ক্লাবও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *