চাঁদপাড়ায় একুশে উদযাপন কমিটির স্মরণিকা প্রকাশ কবি সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
নীরেশ ভৌমিক: গত ২৮ ডিসেম্বর এক মনোজ্ঞ অনুষ্ঠানে চাঁদপাড়ার ২১শে ফেব্রুয়ারি উদযাপন কমিটি আনুষ্ঠানিকভাবে ‘স্মরণিকা’ প্রকাশ করে। এদিন সন্ধ্যায় চাঁদপাড়ার দেবাঙ্গন অনুষ্ঠান গৃহে আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্য করেন উদযাপন কমিটির সভাপতি অশোক সাহা।
বিশিষ্ট বংশীবাদক ময়ূখ বিশ্বাসের বাঁশির সুরে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণে সংগঠনের সম্পাদক কপিল ঘোষ ভাষা দিবস ও স্মরণিকা প্রকাশের ইতিবৃত্ত তুলে ধরেন এবং একই সাথে আসন্ন ২১ ফেব্রুয়ারি এবারও মর্যাদা সহকারে ভাষা দিবস উদযাপন করার পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে উপস্থিত পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক আনুষ্ঠানিকভাবে স্মরণিকাটি প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষক দীপক মিত্র, সুভাষ রায়, সমর মন্ডল, ময়ূখ মন্ডল, গীতেশ ঘোষ, গোবিন্দ পাল, অনাথ বন্ধু ঘোষ, বৈদ্যনাথ মন্ডল, কৃষ্ণ চৌধুরী, প্রবীর বিশ্বাস প্রমুখ।
স্বরচিত কবিতা পাঠে অংশ নেন বিকু আচার্য, বাচ্চু হালদার, বিধান মণ্ডল, নকুল কৃষ্ণ ঢালী, প্রতিমা দাস, নিত্যানন্দ রায়, দেবব্রত মন্ডল প্রমুখ। বক্তব্য রাখেন শিক্ষক দীপক মিত্র।
সভাপতি অশোকবাবু সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। স্মরণিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী সায়িকা মল্লিক ও সায়ক মল্লিক।
নৃত্যে পৌলমী সেন ও স্বরলিপি চক্রবর্তী সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর মন জয় করে। সবকিছু মিলিয়ে একুশে উদযাপন কমিটির এদিনের পত্রিকা প্রকাশ অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।