চাঁদপাড়ায় একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির কবি প্রণাম

নীরেশ ভৌমিক : ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম-জয়ন্তী মর্যাদা সহকারে পালন করে চাঁদপাড়ার ২১শে ফেব্রুয়ারি উদযাপন কমিটি। এদিন সকালে বাস স্ট্যান্ড সংলগ্ন সু-সজ্জিত অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল, মাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকল করির অনুরাগীগন।

বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরবাণী সংগীত শিক্ষালয়ের শিক্ষিকা অনিন্দিতা সাহার কন্ঠে কবিরই লেখা সংগীতের মধ্য দিয়ে আয়োজিত কবি প্রণামের শুভ সূচনা হয়। সঙ্গতে ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী ও অমিতাংশু সাহা।

বহুমুখী প্রতিভার অধিকারী কবিগুরুর জীবন, কর্ম, কাব্য, সাহিত্য, সংগীত, নাটক ইত্যাদি প্রতিভার উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষন দান করেন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা বর্ষিয়ান মিনতী রায়।বিশ্বকবির স্মরণে লেখা কবিতা পাঠ করে শোনান প্রখ্যাত নাট্যাভিনেত্রী চৈতি মজুমদার।

কবিগুরুর লেখা গান গেয়ে সকলের মন জয় করেন, দীপা দাস সহ অন্যান্য সংগীত শিল্পীগন। এদিনের রবীন্দ্র বন্দনার অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুরঞ্জন প্রামানিক, বিশিষ্ট কবি ও লেখক সুভাষ রায় সহ একাধিক শিক্ষক ও শিক্ষিকাগন।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুরঞ্জন প্রামানিক, বিশিষ্ট কবি ও লেখক সুভাষ রায় সহ বহু শিক্ষক ও শিক্ষিকাগন। সংগঠনের সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী কপিল ঘোষ উপস্থিত সকলকে স্বাগত জানান।

উদ্যোক্তারা এদিন সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য মার্কস্ প্রাপক ঢাকুরিয়া বালিকার ছাত্রী অস্মিতা সরকার (৪৭৮) ও চাঁদপাড়া বানীবিথির ছাত্র সাবর্ন মন্ডল (৪৭২)কে নানা উপহারে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করেন। রবীন্দ্র অনুরাগী অশোক সাহার সুচারু পরিচালনায় এবং কথায় কবিতায় ও সংগীতে সমূলে একুশে উদযাপন কমিটি আয়োজিত এদিনের কবি প্রনামের অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।









