চাঁদপাড়ায় এডুকেয়ার সেন্টারে সাড়ম্বরে শিক্ষক দিবস উদযাপন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিগত বছরের মতো জাতীয় শিক্ষক ও মহান দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিন (জাতীয় শিক্ষক দিবস) যথাযোগ্য মর্যাদার সহকারে পালন করেন গাইঘাটা ব্লকের
অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপাড়া এডুকেয়ার সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থীগন।এডুকেয়ার সেন্টারের কর্ণধার বিশিষ্ট শিক্ষক অভিজিৎ মজুমদারের উদ্যোগে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীগন ফুল মালায় সেন্টার প্রাঙ্গণ সজ্জিত করে।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ঢাকুরিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক। শিক্ষক অভিজিৎ বাবু বর্ষীয়ান শিক্ষককে উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদানে বরন করে নেন।
শ্রী ভৌমিক উপস্থিত সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, জাতীয় শিক্ষক ও প্রথিতযশা দার্শনিক ড. রাধাকৃষ্ণান এর জীবন কর্ম, আদর্শ ও তার বানী তুলে ধরে মনোঞ্জ ভাষন দান করেন।
প্রতিষ্ঠানের পড়ুয়াগন সংগীত, নৃত্য, আবৃত্তি এবং বক্তব্যে জাতীয় শিক্ষককে স্মরন ও শ্রদ্ধা জানায়। আদর্শ শিক্ষককে স্মরন করে বক্তব্য রাখেন শিক্ষার্থী মৌমিতা ও সনজিতর। সঙ্গীত পরিবেশন করে সৃজা,
জিনিয়া, দীয়া,ধৃতি ও সুজয়,শিলা,পায়েল, সোহিনী ও সৃজার নৃত্যশৈলী সমবেত সকলের প্রশংসা লাভ করে। সঙ্গীত,নৃত্য এবং কথায়-কবিতায় শিক্ষক অভিজিৎ মজুমদার আয়োজিত একদিনের শিক্ষক দিবসের সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।