চাঁদপাড়ায় এসসি এন্ড এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজ্ঞান দিবস উদযাপন
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস যথাযোগ্য মর্যাদা সহকারেই পালন করে চাঁদপাড়ার এস সি এন্ড এস টি অ্যাসোসিয়েশনের এর সদস্যরা। এদিন সকালে অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে প্রদীপ প্রোজ্জ্বলন ও বর্ণালী ফেলো ফাউন্ডেশনের সদস্য’গণের কন্ঠে সমবেত সংগীতের মধ্যে দিয়ে বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়।
মঞ্চে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক কালিপদ সরকার, ডাঃ রাধাপদ মন্ডল, রুরাল ডেভেলপমেন্ট ফোরামের প্রতিনিধি বিশিষ্ট বিজ্ঞান সেবক আশিষ দাঁ ও চেয়ারম্যান দেবানন্দ বসাক, ছিলেন মিঃএস পি দত্ত। বিজ্ঞান কর্মী অরিন্দম দে ও সুভাষ চক্রবর্তী, ছিলেন ওপার বাংলার বিশিষ্ট অধ্যাপক শেখ তাহিদুল ইসলাম প্রমূখ।
আয়োজক বিজ্ঞান সেবক অনিরুদ্ধ দে ও সমাজকর্মী মলয় সানা উপস্থিত সকলকে স্বাগত জানান। বিশিষ্টজনেরা সকলে নোবেল জয়ী বিজ্ঞানী সি ভি রমন ও প্রধান শিক্ষক প্রয়াত হরিপদ দে’র প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান।
মাল্যদান করেন অঞ্জনা দে এবং বিজ্ঞান দিবস ও বিজ্ঞানী সিভি রমন স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন বিজ্ঞান সেবক আশিস দাঁ। আশিষ বাবু জানান, ১৯৮৭ সাল থেকে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে আসছে। ডাঃ রাধাপদ মন্ডল বলেন, সমাজ থেকে কুসংস্কার দূর করতে বিজ্ঞানের প্রসার ঘটাতে হবে।
সাধারণ মানুষজনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞান চর্চার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। বিজ্ঞান সংস্থা প্রিজম এর কর্ণধার অনিরুদ্ধ দে বলেন, বিজ্ঞান চর্চা এদেশে অবহেলিত ও উপেক্ষিত। তিনি তার পিতৃদেব বিশিষ্ট শিক্ষাব্রতী হরিপদ দে কর্তৃক গোবরডাঙ্গায় ৩টি স্কুল চালুর এবং অসহায় দরিদ্র পরিবারের মধ্যে শিক্ষার প্রসারে তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে সর্বত্র বিজ্ঞান দিবস পালনের গুরুত্ব ব্যক্ত করেন। মিঃ এস পি দত্ত বলেন, বিজ্ঞানকে পাথেয় করেই সকল মানুষের উন্নয়ন সম্ভব। প্রবীণ শিক্ষক কালিপদবাবু বলেন, ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানমনস্ক করে তুলতে নিরন্তর প্রয়াস চালাতে হবে। পড়ুয়াদের হাতে-কলমে কাজ করার আগ্রহ বাড়াতে হবে।
শিক্ষার প্রসারে তিনি প্রয়াত শিক্ষক হরিপদ দে’র অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শ্রী সরকার কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়াও মরণোত্তর দেহ ও চক্ষুদানের ক্ষেত্রে মধুসূদনকাটি সমবায় সমিতির উদ্যোগের উল্লেখ করেন। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী সমবেত ছাত্র-ছাত্রীদের সামনে ম্যাজিক দেখান এবং বলেন, ম্যাজিক কোন যাদু বা মন্ত্র-তন্ত্রের ব্যাপার নয়, এটা হাতের কৌশল ও বিজ্ঞান নির্ভর।
পরিবেশপ্রেমী বিশিষ্ট শিক্ষক অরিন্দম দে বলেন, বিজ্ঞানকে মানুষের কল্যাণের কাজে লাগাতে না পারলে দেশের উন্নয়ন সম্ভবপর নয়। এষনা বিজ্ঞান মঞ্চের প্রাণপুরুষ এদিন বিজ্ঞান নির্ভর ও শিক্ষামূলক কয়েকটি ম্যাজিক দেখিয়ে উপস্থিত সকলের মনোরঞ্জন করেন।
বিজ্ঞান সংস্থা প্রিজম এর প্রাণপুরুষ বিজ্ঞান সেবক অনিরুদ্ধ দে ও চাঁদপাড়ার এস সি এন্ড এস টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার মলয় সানার উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত এদিনের সমগ্র কর্মসূচী সার্থক হয়ে ওঠে।