জেলার খবরশারদ

চাঁদপাড়ায় ছাত্র ক্রীড়া সামাজিক সংগঠনের পুজোয় বস্ত্রদান ও নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : চাঁদপাড়া স্টেশন পার্শ্বস্থ ঢাকুরিয়া ও দীঘা সুকান্ত পল্লী সীমান্তে ছাত্র-ক্রীড়া সামাজিক সংগঠন আয়োজিত দুর্গাপুজো ও উৎসব নানা অনুষ্ঠানে জমজমাট হয়ে ওঠে। প্রতিদিন পুজো সেইসঙ্গে সুসজ্জিত আলোকোজ্জ্বল মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার বহু মানুষের সমাগম ঘটে।

নবমীতে পল্লীর সকল বাসিন্দা ছাড়াও পথ চলতি মানুষজনকেও মিষ্টিমুখ করান উদ্যোক্তারা। সন্ধ্যায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী জয়দেব বর্ধন, দেবাশিস রায়, স্বপন সূত্রধর, ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক প্রমুখ।

সকলেই ছাত্র-ক্রীড়া সামাজিক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। উদ্যোক্তারা সকলকে উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিগণ তাদের বক্তব্যে ছাত্র-ক্রীড়া সামাজিক সংগঠনের সদস্যদের বস্ত্রদানের মত মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। এদিন রাতে অন্ধ শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে।

প্রতিদিন নানা অনুষ্ঠান ও বহু ধর্মপ্রাণ মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ছাত্র-ক্রীড়া সামাজিক সংগঠন আয়োজিত এবারের দূর্গাপূজা ও উৎসব বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। অন্যতম কর্ণধার দেবাশিষ রায় পুজো ও উৎসবকে সার্থক করে তুলতে পাড়ার মহিলা কমিটির সকল সদস্য’গণও এগিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *